Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শতাব্দী সেরা বিয়ে’ মেসি-রোকুজ্জো যুগলবন্দি

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

দু’জনের সম্পর্ক দীর্ঘ ২৫ বছরের। সময়ের সাথে তাদের তাদের সম্পর্কটা হয়েছে আরো পরিণত। ৩০ বছর বয়সী লিওনেল মেসি ও ২৯ বছর বয়সী আন্তেনেল্লা রোকুজ্জো হয়ে উঠেছেন শুধুই দুজন-দুজনার। এরই মধ্যে তাদের জগৎ আলো করে এসেছে দুটি পুত্র সন্তান- থিয়াগো, মাতিও। দুজনের সম্পর্কে বাকি ছিল কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি, বিয়ে। মেসির নিজ শহর রোজারিওর পাঁচ তারকা হটেল সিটি সেন্টারে সেটিও হয়ে গেল ঘটা করেই। বিশ্বের সেরা ফুটবলার ও রোজারিওর প্রিয় সন্তানের বিয়েতে ভিন্ন সাজে সেজেছিল শহরের অলি-গলি থেকে শুরু করে রাস্তার পাশের দেওয়াল। সেজেছিলেন বর-কনেও। বার্সেলোনা-ভিত্তিক খ্যাতনামা ডিজাইনার রোজা ক্লারার ডিজাইন করা পোশাক পরেছিলেন রোকুজ্জো। আর মেসি পরেছিলেন সাদা শার্টের ওপর কালো স্যুট-প্যান্ট ও ধুসর টাই। জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ ২৬০ জন বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন। এই তালিকায় ছিলেন নেইমার, সুয়ারেজ, ফেব্রিগাস, জাভি, পুয়েল, আলবাসহ তার ক্লাব বার্সেলোনার পুরো দল। ইতো, পিন্টোর মত সাবেক স্বতীর্থ ও বন্ধুরাও হাজির ছিলেন তাদের ঘরনীদের নিয়ে। ছিলেন ক্লাব সতীর্থ পিকে ও তার কলম্বিয়ান গায়ীকা স্ত্রী শাকিরা। তবে আমন্ত্রন পাননি আর্জেন্টিনার কিংবদন্তি ও সাবেক কোচ দিয়াগো ম্যারাডোনা এবং পেপ গার্দিওলা। না পাওয়ার তালিকায় ছিলেন বর্তমান বিশ্বের আরেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও। অনুষ্ঠানের নিরাপত্তায় ছিলেন ৪৫০ জন পুলিশ অফিসারও ইসরাইলের এক্স-মোসাদ এজেন্টস। সময়ের সেরা বিয়ে হতে আর কি লাগে! স্থানীয় গনমাধ্যম তাই এটাকে স্বীকৃতি দিয়েছেন ‘শতাব্দী সেরা বিয়ে’ হিসেবে।



 

Show all comments
  • jafor ২ জুলাই, ২০১৭, ১০:৪৯ এএম says : 0
    Messi bole kotha
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ