নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার শহর রোজারিও এখন উৎসবের নগরী। হবে না-ই বা কেন। কিংবদন্তি বিপবী চে গুয়েভারার শহরে ফিরেছে তাদের আরেক প্রিয় ছেলে লিওনেল মেসি। যিনি সেই ১৩ বছর বয়স থেকেই এই শহরের নায়ক। আর এখন যিনি পুরো ফুটবল বিশ্বেরই জীবন্ত কিংবদন্তি। সেই মেসির বিয়ে বলে কথা। যেখানে আবার হাজির হয়েছেন বর্তমান বিশ্বের তারকা খেলোয়াড়দের পাশাপাশি শোবিজ জগতের অনেক তারকা। দক্ষিণ আমেরিকার কয়েক দশকের সেরা বিয়ের অনুষ্ঠান হতে এটুকুই তো যথেষ্ঠ। আর্জেন্টিনার দৈনিক ক্লারিন তো এটাকে ‘দ্য উইডিং অব দ্য সেঞ্চুরি’র স্বীকৃতি দিয়েই দিয়েছেন।
যতক্ষনে এই সংবাদ পড়ছেন ততক্ষনে রোজারিওর সিটি সেন্টার নামক পাঁচ তারকা হোটেলে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে। আর্জেন্টাইন তারকার শৈশবের বান্ধবী ও নয় বছরের ঘরনী আন্তোনেল্লা রোকুজ্জো সেজেছিলেন কনের পোষাকে। যে পোষাক আনা হয় বার্সেলোনা থেকে। তৈরী করেন স্প্যানিশ ডিজাইনার রোসা ক্লারা। এর আগে চলচ্চিত্র অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, সোফিয়া ভারগারা, এমনকি স্পেনের রানি লেতিজিয়ার বিয়ের পোশাকও তৈরি করেছিলেন ক্লারা। এর সঙ্গে থাকবেন ২০ হেয়ার ড্রেসার। যারা পাত্রীর সঙ্গে সঙ্গে অতিথিদেরও হেয়ার স্টাইলে সাহায্য করবে।
এক দশক আগে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়ান বন্ধু অ্যান্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে। তবে একই শহর রোজারিও’র বাসিন্দা রোকুজ্জোকে চিনতেন সেই পাঁচ বছর বয়স থেকে। একান্ত এক সাক্ষাৎকারে একবার মেসি বলেছিলেন, ‘বহু আগে থেকে ভালো লাগলেও, রোকুজ্জোকে মনের কথা বলতে পারেননি ভয়ে!’ যার ভয়ে থর থর করে কাঁপে গোটা ফুটবল দুনিয়া, সেই মেসিরও কি-না ভয়! তবে সেগুলোকে জয় করে তাঁদের ঘর আলো করে আছে দু’টি পুত্রসন্তান- থিয়াগোর বয়স পাঁচ। আরেকজন ম্যাতিও, তার বয়স দুই। মেসির বিয়েতে মধ্যমনি থাকবে এরাই। এতদিন ধরে কেবল আনুষ্ঠানিক বিয়েটাই ছিল বাকি। এবার সম্পন্ন হলো সেটাও।
অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল রোজারিওতে হাজির হয়েছিলেন মেসির নতুন পুরোনো সব বন্ধু-বান্ধব। সেস ফ্যাব্রিগাস, বুসকেটস, জর্ডি আলবা, ইতো, জাভি, পুয়োলরা আগেই পৌঁছেছিলেন তাদের ঘরণীসহ। বার্সোলায় তার প্রাণের বন্ধু নেইমার-সুয়ারেজরাও তো এই তালিকায় ছিলেনই। ছিলেন পুরো বার্সেলোনা স্কোয়াড। সব মিলে ২৬০ জন আমন্ত্রিত অতিথি ও ১৫০ জন সাংবাদিক দাওয়াত পেয়েছেন মেসির বিয়েতে। তবে সংবাদকর্মীদের অতিথিদের কাছাকাছি যাওয়া ছিল নিষেধ।
ক্লারিন’এর খবর অনুযায়ী বর্তমান কোন কোচকেই দাওয়াত দেননি মেসি, এমনকি তার সাবেক গুরু পেপ গার্দিওলাকেও না। স্থানীয় পত্রিকার খবর অনুযায়ী কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনাকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। এই তালিকায় ছিলেন না হালের আরেক বড় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও।
তবে তাতে এতটুকু কমতি ছিলনা উৎসবের। গান গেয়ে অনুষ্ঠান মাতানোর দায়ীত্ব ছিল সার্জিও আগুয়েরোর স্ত্রী কারিনার উপর। এছাড়া ছিল স্থানীয় পপ ব্যান্ড ‘রম্বাই অ্যান্ড মারামা’। শাকিরাও অতিথিদের মাতিয়েছেন কিনা সেটা অবশ্য গোপন ছিল। গতকাল রাত দশটায় সিটি সেনটর ক্যাসিনোতে হাজির হওয়ার কথা ছিল আমন্ত্রীত অতিথিদের। খাবারের মেন্যুতে ছিল স্থানীয় সুস্বাদু লোক্রো স্টু, এম্পানাদা প্যাস্তি ও আর্জেন্টাইন গরুর রোস্ট। অতিথিদের বিনোদনের জন্য প্রায় বস ব্যাবস্থাই ছিল উন্মুক্ত। এই তালিকায় করেছে ক্যাসিনো, বোলিং, গ্রাস টেনিস কোর্ট, ইনডোর ও আউটডোর সুইমিংপুল, সাথে অসংখ্য বার ও রেস্টুরেন্ট তো আছেই।
সবচেয়ে বড় দুর্ভাবনার বিষয় ছিল নগরের নিরাপত্তা। রোজারিওর এই এলাকাটা স্থানীয় এক মাফিয়া চক্রের কারনে বেশ নিরাপত্তাহীন। এই বিষয়টা দেখভাল করেছে মেসির সব ধরণের প্রমোদভ্রমণের নিরাপত্তায় থাকা ইসরায়েলের বিশেষজ্ঞ নিরাপত্তা বাহিনী।
ফুটবলকে নয়, ফুটবলই যেন তাঁকে ভালোবাসে। দাদীর আস্কারাতে বলের পেছনে ছোটাটাই ছিল তাঁর আনন্দ। ছুটতে ছুটতে সবাইকেই যেন পেছনে ফেলে যাচ্ছেন। এরই মধ্যে কিংবদন্তির তকমা গায়ে লাগানো মেসি এখন বিশ্বের সর্বকালের সেরাদের একজন। রেকর্ড পাঁচবার ফিফার বর্ষসেরা ও চার বার ইউরোপ সেরা হয়ে উঠেছেন অনন্য উচ্চতায়। ছয়দিন আগে ৩০-এ পা দিয়েই আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে ফেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
গত বছর ৬ দশমিক ২ কোটি ইউরো কামাই করা মেসি কোনো উপহার চান না অতিথিদের কাছ থেকে। তবে যে কেউ চাইলে লিও মেসি ফাউন্ডেশনে অনুদান দিতে পারেন। এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে কাজ করে। গেল এক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের তালিকাতেও স্থান করে নিয়েছে এটি। সব মিলিয়ে এই বিয়েটিই এখন ‘টক অব দ্য কন্টিনেন্ট’।
গত বছর ৬২ মিলিয়ন পাউন্ড আয় করা মেসির এমন রাজসিক ও জৌলুসপূর্ণ বিয়ের শুভক্ষণে বিতর্কের হাওয়াও বইছে। রোজারিও শহরটা অপরাধের জন্য কুখ্যাত। আর্জেন্টিনার ভয়ংকর ড্রাগ মাফিয়া চক্র ‘লস মনোস’ এ শহরে অপরাধের সা¤্রাজ্য গড়ে তুলেছে। যেখানে দারিদ্র্য, ছিনতাই এবং খুন হাত ধরাধরি করে চলে। মেসির বিয়ে যে হোটেলে, সেই সিটি সেন্টার কমপ্লেক্সের পেছনে লস মনোসের অবস্থান। এ গ্যাং গ্রæপ নিয়ন্ত্রণ করে গোটা শহর। সেই অনিরাপদ শহরে মেসির বিয়ে। বার্সার তারকা ফরোয়ার্ড নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন একজন সাবেক আর্জেন্টাইন সেনা কর্মকর্তার অধীনে ২০০ নিরাপত্তা এজেন্টের একটি চৌকস দলকে। যাদের অন্যতম কাজ হবে অনাহূত অতিথিদের কমপ্লেক্সের বাইরে রাখা। আমন্ত্রণ পেয়েছেন দেড়শ’রও বেশি সাংবাদিক। তবে তারা অতিথিদের কাছে ঘেঁষতে পারবেন না।
রোজারিওর আরেক বিখ্যাত সন্তান কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারা। তবু এ প্রজন্ম শহরটির সঙ্গে মেসির নাড়ির সম্পর্কের কথা জেনে আলোড়িত হয়। আর মেসি? যে শহরে প্রথম আন্তোনেল্লার সঙ্গে সাক্ষাৎ, সেই রোজারিওতেই জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার সিদ্ধান্ত নিলেন। যতই অপরাধপ্রবণ হোক না কেন, নিজের শহর তো।
লিওনেল মেসি একনজরে আন্তোনেল্লা রোকুজ্জো
আর্জেন্টিনা দেশ আর্জেন্টিনা
২৪ জুন, ১৯৮৭ জন্ম ২৬ ফেব্রæয়ারি, ১৯৮৮
রোজারিও জন্মস্থান রোজারিও
৩০ বয়স ২৯
৫’৭” উচ্চতা ৫’৫”
ফুটবলার পেশা মডেল
কর্কট রাশি মীন
২৮০ মি.ডলার আয় ২০ মি.ডলার
হোর্হে মেসি বাবা হোসে রোকুজ্জো
সিলিয়া কুসিট্টিনি মা প্যাট্রিসিয়া বøাঙ্কো
৪ ভাই পরিবার ৩ বোন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।