পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে একটি কবিতা প্রকাশ করেন। তিনি এ কবিতায় শুরুতেই কাতার সঙ্কটের কথা উল্লেখ করেন এবং কাতারকে তাদের দলে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, ইউএই প্রতিবেশীদের অধিকার আদায়ে সবার সেরা। আমরা কাতারকে নবী মুহাম্মদ (সাঃ) এর নির্দেশ অনুসারে খোলাখুলিভাবে সতর্ক করে দিচ্ছি। নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, দল হতে বিছিন্ন মেষ নেকড়ে বাঘের খাবারে পরিণত হয়। এছাড়া শেখ মোহাম্মদ একটি ছবি পোস্ট করেন যেখানে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ছিল। কবিতাটিতে তিনি শেখ মোহাম্মদ বিন জায়েদকে শ্রেষ্ঠ ভাই এবং সমর্থক বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, তারা একে অপরের আত্মাস্বরূপ এবং দেশ ও আমিরাত জনগণকে রক্ষা করতেন একসাথে কাজ করছেন। এছাড়া কবিতায় তিনি কাতারকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার ছায়াতলে আসার আহŸান জানান যেটা নেকড়ে দল হতে কাতারকে রক্ষা করবে। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার এটাই উপযুক্ত সময়। তিনি আরো দৃঢ়ভাবে বলেছেন, সংলাপের দরজা এখনো খোলা আছে, পার্থক্য থাক তবুও আমাদের প্রতিবেশী সর্বদা নিরাপদ থাকুক। আনাদোলু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।