Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টপ-অর্ডার ভার্সেস পেস বোলিং

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও নতুন এক পাকিস্তান। ঐতিহাসিক এই ফাইনালে লড়াইটা হবে মূলত ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে পাকিস্তানের পেস বোলিং অ্যাটাকের। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারতের টপ-অর্ডার ব্যাটিং এবং পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক সেরা পারফরমেন্সই প্রদর্শনই করেছে।
ভারতের টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন। ধাওয়ান ৪ ম্যাচে ৩১৭ রান করেছেন। তাই এখন পর্যন্ত চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রহকারী ধাওয়ান। গড়-৭৯.২৫। রোহিতের রান ৩০৪। গড়-১০১.৩৩। দু’জনই এবারের আসরে একটি করে সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি না পেলেও, রান তোলার কাজটা ভালোই করেছেন কোহলি। ৪ ম্যাচে ২৫৩ রান করেছেন তিনি। তার গড়-২৫৩। এবারের আসরে ভারতের হওয়া রানের মধ্যে ৮১ দশমিক ৪ শতাংশ রানই করেছেন ধাওয়ান-রোহিত-কোহলি।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর তিনটি ম্যাচ খেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের মাত্র ৩ উইকেট শিকার করতে পেরেছিলো পাকিস্তান। এরপর প্রতিটি ম্যাচে পাকিস্তানের পেসাররা ৯ দশমিক ৩৩ করে উইকেট নিয়েছেন। প্রতিটি উইকেটের জন্য পাকিস্তানের পেসাররা খরচ করেছেন ২৩ দশমিক ৭৮ রান। ভারতের বিপক্ষে সেটি ছিলো- ১০৬ দশমিক ৩৩। আর শেষ তিন ম্যাচে ওভারপ্রতি তাদের রান ছিলো ৪ দশমিক ৪৬। তবে ভারতের বিপক্ষে ছিলো ৬ দশমিক ৬৪।
পাকিস্তানের পেসার হাসান আলী ৪ ম্যাচে ১৭২ রানে ১০ উইকেট শিকার করেন। তিনি এখন পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী। এরপরই আছেন আরেক পেসার জুনায়েদ খান। ৩ ম্যাচে ১৩৫ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি।

কেনিংটন ওভালের যত রেকর্ড
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের ফাইনাল মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত-পাকিস্তান। লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি হবে এই দু’দল। কেনিংটন ওভাল স্টেডিয়ামে অতীতে ঘটে যাওয়া সেরা রেকর্ডগুলো দেখে নেয়া যাক।
দলীয় সর্বোচ্চ স্কোর :
নিউজিল্যান্ড : ৩৯৮/৫, ৫০ ওভার, বিপক্ষ-ইংল্যান্ড, ফল- বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ১৩ রানে জয়ী, তারিখ- ১২ জুন ২০১৫।
ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর : ৩২১/৬, ৫০ ওভার, বিপক্ষ-শ্রীলংকা, ফল-শ্রীলংকা ৭ উইকেটে জয়ী, তারিখ- ৮ জুন ২০১৭।
পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর : ২৭১/৯, ৫০ ওভার, বিপক্ষ-জিম্বাবুয়ে, ফল -পাকিস্তান ১৪৮ রানে জয়ী, তারিখ-১১ জুন ১৯৯৯।
ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর :
জেসন রয় (ইংল্যান্ড)- ১৬২ রান, বিপক্ষ-শ্রীলংকা, তারিখ- ২৯ জুন ২০১৬।
সবচেয়ে বেশি রান :
মার্কুস ট্রেসকোথিক (ইংল্যান্ড)- ১০ ম্যাচ ১০ ইনিংস ৫২৮ রান, গড়- ৬৬.০০, স্ট্রাইক রেট- ৯২.১৪।
সবচেয়ে বেশি উইকেট :
জেমস এন্ডারসন (ইংল্যান্ড)- ১৫ ম্যাচ ১২৭.৪ ওভার ৫৭৮ রান ৩০ উইকেট, সেরা বোলিং ফিগার- ১৮ রানে ৪ উইকেট।
এক ম্যাচে সেরা বোলিং ফিগার :
উমর গুল (পাকিস্তান), ১০ ওভার ০ মেডেন ৪২ রান ৬ উইকেট, বিপক্ষ-ইংল্যান্ড, তারিখ- ১৭ সেপ্টেম্বর ২০১০।
সেরা জুটি :
প্রথম উইকেট জুটিতে ২০০ রান, জুটি- মার্কুস ট্রেসকোথিক ও বিক্রম সোলাঙ্কি, প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, তারিখ- ২৮ জুন ২০০৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোলিং

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ