নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমেছেন ১৪ জন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রান ২১৪৫। ৩টি সেঞ্চুরি ১১টি ফিফটি। ২১০টি চার ও ২১টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রানের ৪৫.৩৬ শতাংশসেছে সাকিব ও মুশফিকের ব্যাটে। এই দুজন ছাড়া আর কেউ সেঞ্চুরি পাননি, লিটন এক ইনিংসে ৯৪ রানে অপরাজিত ছিলেন। ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাতটিই খেলেছেন সাকিব। বাংলাদেশের ৫ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল এক শর ওপরে। আরও ৫ জনের স্ট্রাইক রেট ছিল ৯০ থেকে ৯৮। দুজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল আশির ঘরে। স্ট্রাইক রেটের দিক দিয়ে তামিম ইকবালের (৭১.৬৪) নিচে কেবল একজনই ছিলেন- মুস্তাফিজ (১৪.২৮)। রান তোলায় সাকিব বিশ্বকাপের সব ব্যাটসম্যানের মধ্যেই শীর্ষে। ১১ নম্বরে মুশফিক। ত্রিশে তামিম। তেত্রিশে মাহমুদউল্লাহ। ৪৩-এ লিটন দাস। ৪৭-এ সৌম্য সরকার।
আর বোলিং? বিশ্বকাপে ৮ বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। বাংলাদেশি বোলাররা মোট ৫৯টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট এসেছে তিনবার। দুবার নিয়েছেন মুস্তাফিজ, আরেকবার সাকিব। এর মধ্যে মোস্তাফিজ ২০ উইকেট নিয়ে দলের সেরা তো বটেই, এখন পর্যন্ত টুর্নামেন্টেরও দ্বিতীয় সেরা বোলার। উইকেট শিকারে ১১ নম্বরে আছেন সাইফউদ্দিন, সাকিব আছেন ১৮ নম্বরে। ৪১ নম্বরে আছেন মিরাজ। বাংলাদেশি বোলারদের মধ্যে ত্রিশের নিচে গড় কেবল মুস্তাফিজের- ২৪.২০।
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০
সাকিব ৮ ৬০৬ ১২৪* ৮৬.৫৭ ২/৫
মুশফিক ৮ ৩৬৭ ১০২* ৫২.৪২ ১/২
তামিম ৮ ২৩৫ ৬২ ২৯.৩৭ ০/১
রিয়াদ ৭ ২১৯ ৬৯ ৪৩.৮০ ০/১
লিটন ৫ ১৮৪ ৯৪* ৪৬.০০ ০/১
সৌম্য ৮ ১৬৬ ৪২ ২০.৭৫ ০/০
মোসাদ্দেক ৭ ১১৭ ৩৫ ১৯.৫০ ০/০
সাইফউদ্দিন ৭ ৮৭ ৫১* ২৯.০০ ০/১
মিঠুন ৩ ৪৭ ২৬ ১৫.৬৬ ০/০
মিরাজ ৭ ৩৭ ১২ ১২.৩৩ ০/০
সাব্বির ২ ৩৬ ৩৬ ১৮.০০ ০/০
মাশরাফি ৮ ৩৪ ১৫ ৮.৫০ ০/০
রুবেল ২ ৯ ৯ ৯.০০ ০/০
মুস্তাফিজ ৮ ১ ১ ০.৩৩ ০/০
বোলার ম্যাচ উই সেরা গড় ইকো ৪/৫
মুস্তাফিজ ৮ ২০ ৫/৫৯ ২৪.২০ ৬.৭০ ০/২
সাইফউদ্দিন ৭ ১৩ ৩/৭২ ৩২.০৭ ৭.১৮ ০/০
সাকিব ৮ ১১ ৫/২৯ ৩৬.২৭ ৫.৩৯ ০/১
মিরাজ ৭ ৬ ২/৪৭ ৫৬.৮৩ ৫.০৮ ০/০
সৌম্য ৮ ৪ ৩/৫৮ ২২.৭৫ ৬.৫০ ০/০
মোসাদ্দেক ৭ ৩ ২/৩৩ ৭১.৬৬ ৫.৯৭ ০/০
মাশরাফি ৮ ১ ১/৬৮ ৩৬১.০ ৬.৪৪ ০/০
রুবেল ২ ১ ১/৪৮ ১৩১.০ ৭.৭০ ০/০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।