Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আবার অভিনয়ে সমু চৌধুরী

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: অভিনয় থেকে হারিয়ে যাওয়া এক সময়ের গুণী অভিনেতা সমু চৌধুরীকে আবার অভিনয়ে ফিরিয়ে আনলেন শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা জি.এম সৈকত। গত মাসে যশোরে সমু চৌধুরীর বাড়িতে যান তিনি। তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন, অনেক কষ্ট ও অভিমান জমে থাকা এই শিল্পীকে ঢাকায় নিয়ে আসেন। জি.এম সৈকতের পরিচালনায় ডিবি নাটকের মাধ্যমে সমু চৌধুরী দীর্ঘ বিরতির পর আবার অভিনয় শুরু করেন। সমু চৌধুরী বলেন, শিল্পী ঐক্যজোটের মাধ্যমে আমি আবার অভিনয়ে নিয়মিত হতে পারছি। আমি অভিনয়ের মানুষ বাকি জীবনটাও অভিনয়ের মাঝে থাকতে চাই। শিল্পী ঐক্যজোটকে ধন্যবাদ জানাই আমাকে প্রাপ্ত সম্মান টুকু দেয়ার জন্য। শিল্পী ঐক্যজোটের সভাপতি অভিনেতা ডি.এ তায়েব বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন অসহায় ও অসুস্থ শিল্পীদের কল্যাণের পাশাপাশি সিনিয়র ও জুনিয়র শিল্পীদের যথার্থ সম্মান রক্ষার্থে কাজ করছে। সমু চৌধুরীর মত একজন গুণী অভিনেতাকে আমাদের সংগঠন মিডিয়া এবং দর্শকের মাঝে ফিরিয়ে আনতে পেরে আমরা সত্যিই গর্ববোধ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ