Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হয়েছে আব্দুল জব্বারের নতুন অ্যালবাম

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দীর্ঘ প্রতীক্ষার পর দেশবরেণ্য সংগীতশিল্পী আব্দুল জব্বারের মৌলিক গানের অ্যালবাম ‘কোথায় আমার নীল দরিয়া’ অনলাইনে মুক্তি পেয়েছে। অ্যালবামটিতে ৯টি গান আছে। গানগুলো লিখেছেন মো. আমিরুল ইসলাম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন গোলাম সারোয়ার। উল্লেখযোগ্য গান হচ্ছে, আমি আপন ঘরের জানলাম না খবর, মা আমার মসজিদ, এখানে আমার পদ্মা মেঘনা, প্রেমের বিষকাঁটা, নয়নে মেখোনা কাজল, আমি দুঃখকে বলেছি ইত্যাদি। অ্যালবাম প্রসঙ্গে গীতিকার আমিরুল ইসলাম বলেন, অ্যালবামে সবরকম আবেগের গান রয়েছে। গানগুলো শ্রোতা মনে দাগ কাটবে। তাছাড়া শ্রদ্ধেয় আব্দুল জব্বার ভাই বাংলা গানের জীবন্ত কিংবদন্তী। আমার লেখা গানে তিনি কণ্ঠ দিয়েছেন, এটা আমার পরম প্রাপ্তি। এজন্য আমি জব্বার ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আব্দুল জব্বার ভাইয়ের শরীরটা এখন খুব খারাপ। আমাদের প্রত্যেকের উচিত মহান এই শিল্পীর পাশে দাঁড়ানো। সবাই উনার জন্য দোয়া করবেন। অ্যালবামটি প্রকাশ করেছে মম মিউজিক সেন্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ