প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রকাশিত হয়েছে নবনীতা চৌধুরীর গাওয়া হাছন রাজার গান ‘রূপ দেখিলাম’। নতুন এই গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। ভিডিও নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গত বছর অক্টোবরে তার গাওয়া ‘আহারে সোনালি বন্ধু’ শিরোনামে হাছন রাজার আরেকটি গান প্রকাশিত হয়েছিল। নবনীতা জানান, আসছে ঈদে তার নতুন অ্যালবাম ‘আহারে সোনালি বন্ধু’ প্রকাশিত হবে। আমার গাওয়া হাছন রাজার গান সোনালি বন্ধু প্রকাশের পর শ্রোতাদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম প্রকাশের আগেই আরেকটি গান-ভিডিও প্রকাশ করলাম। আশা করছি, আসছে ঈদে অ্যালবামটি প্রকাশ করতে পারবো। পাশাপাশি আরও কিছু গানের ভিডিও প্রকাশেরও ইচ্ছে রয়েছে। আহারে সোনালি বন্ধু অ্যালবামে থাকবে ৯টি গান। হাসন রাজার গান ছাড়াও অ্যালবামে রয়েছে রাধারমণ, শিতালং শাহ, রসিকলাল দাস, লালন সাই ও রবীন্দ্রনাথের গান। ২০০৭ সালে আইয়ুব বাচ্চুর সঙ্গীতায়োজনে নবনীতার প্রথম অ্যালবাম ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ প্রকাশিত হওয়ার সময় নবনীতা লন্ডনে বিবিসি রেডিওতে সাংবাদিকতা করছিলেন। লন্ডনে বসবাসরত সিলেটের মানুষরা লোকগানের শিল্পীদের নানা আসরের আয়োজন করতো, সেখানে সিলেটের আঞ্চলিক গান পরিবেশন হতো। তখন থেকেই ওইসব গানের প্রতি নবনীতার ভালবাসার সূচনা। উল্লেখ্য, নবনীতা টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে স¤পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক টকশো রাজকাহন-এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।