Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হ্যাপিয়ার দ্যান এভার’ : বিলি আইলিশের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০২ এএম

সোনালী কেশসজ্জায় একটি ছোট ভিডিও প্রকাশের পর মার্কিন শিল্পী-গীতিকার বিলি আইলিশ তার পূর্ণদৈর্ঘ্য গানের অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ‘হ্যাপিয়ার দ্যান এভার’ নামের এই অ্যালবামটি আসছে ৩০ জুলাই প্রকাশিত হবে। ১৯ বছর বয়সী শিল্পী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার নতুন অ্যালবাম ‘হ্যাপিয়ার দ্যান এভার’ আসছে।’ ‘জুলাইয়ের ৩০ তারিখে। আমার প্রিয় সবকিছু সৃষ্টি করেছি। আপনাদের শোনার জন্য আমি রোমাঞ্চিত, নার্ভাস আর একই সঙ্গে উন্মুখও। আমি বলতে পারছি না।’ তিনি আরও লিখেছেন, ‘এই প্রজেক্টে আগের তুলনায় অনেক ভালবাসা দিয়েছি। আশা করি আমার মতই আপনারা অনুভব করবেন। বৃহস্পতিবার নতুন গান মুক্তি পাচ্ছে বায়োর লিঙ্ক থেকে এখনই প্রিসেভ/অ্যাড/অর্ডার করুন।’ আইলিশ এর আগে একটি মিউজিক ভিডিওর টিজার প্রকাশ করেছিলেন যাতে আভাস দেয়া হয়েছিল তার নতুন গান মুক্তির পথে। ‘দেয়ারফোর আই অ্যাম’-এর পর সপ্তাহখানেক পর তিনি ‘হ্যাপিয়ার দ্যান এভার’ ট্র্যাকটিও কয়েকদিন আগে প্রকাশ করেছেন। নতুন অ্যালবামের ১৬টি গানের মধ্যে থাকবে ‘বিলি বোসা নোভা’, ‘মাই ফিউচার’, ‘অক্সিটোসিন’, ‘লস্ট কজ’ এবং ‘এনডিএ’। তার প্রথম অ্যালবাম ‘হোয়েন উই অল ফল অ্যা, হয়্যার ডু ইউ গো?’-এর (২০১৯) হিট গানের কয়েকটি- ‘ব্যারি এ ফ্রেন্ড’, ‘ব্যাড গাই’ এবং ‘অল দ্য গুড গার্লস গো টি হেল’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ