Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়াস ইস্যু নিয়ে আসছে বন জোভির নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মার্কিন রক ব্যান্ড বন জোভি সম্প্রতি তাদের নতুন অ্যালবামের বিষদ প্রকাশ করেছে। নতুন এই অ্যালবামের নাম ‘বন জোভি টোয়েন্টি টোয়েন্টি’। ব্যান্ড প্রধান জন বন জোভি জানিয়েছেন নতুন অ্যালবামটিতে যেমন জীবন আর ভালবাসা নিয়ে গান থাকবে তেমনি সামাজিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও স্থান পাবে। ২০১৬’র ‘দিস হাউস ইজ নট ফর সেল’ অ্যালবামের পর আগামী ১৫ মে তাদের এই নতুন অ্যালবামটি মুক্তি পাবে। স¤প্রতি অ্যালবামের ‘লিমিটলেস’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। অ্যালবামটির সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে : “আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, যুদ্ধফেরতদের সমস্যা, রাজনীতি, পরিবার ও অন্যান্য কঠিন বিষয় থাকবে।” গায়ক জন বন জোভি বলেছেন : “ এতে থাকবে জীবন, প্রেম আর হারানোর মত বিষয়।” ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেইম’ এবং ‘লিভিন’ অন আ প্রেয়ার’ সহ অন্য বেশ কয়েকটি গান বিশ্বব্যাপী হিটের মর্যাদা পায়। ১০ জুন ওয়াশিংটনের ট্যাকোমা ডোম থেকে ব্যান্ডের সামার ট্যুর শুরু হয়ে ২৭ জুলাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শেষ হবে। এর মধ্যে ‘সামার অফ সিক্সটি নাইন’ খ্যাত ব্রায়ান অ্যাডামস ১৬টি কনসার্টে তাদের সঙ্গে পারফর্ম করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ