Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন অ্যালবাম নিয়ে আসছেন ব্যারি গিব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম


দুই ভাই রবিন গিব আর মরিস গিবের মৃত্যুর পর বড়ভাই এবং ব্যান্ড প্রধান ব্যারি গিব ঘোষণা দিয়েছিলেন বি জিস আর গাইবে না, তবে তিনি গাইবেন না এমন বলেননি। তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে। ২০২১-এর ৮ জানুয়ারি তার নতুন অ্যালবাম ‘গ্রিন ফিল্ডস: দ্য গিব ব্রাদার্স সঙবুক, ভলিউম ওয়ান’ মুক্তি পাবে।এই অ্যালবামের সূচনায় প্রাক্তন বি জিস সদস্য ‘ওয়ার্ডস অফ এ ফুল’ এই প্রাণবন্ত দ্বৈত গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জেসন ইসবেল। ১৯৮৬ সালে রেকর্ড করা ব্যারির একটি অপ্রকাশিত একক অ্যালবামের অন্তর্ভুক্ত ছিল। ব্যারি গিবের সর্বশেষ অ্যালবাম ‘ইন অ্যান্ড আউট’ ২০১৬তে মুক্তি পেয়েছিল যাতে বি জিসের বেশ কিছু গান আবার রেকর্ড করা হয়,যাতে প্রধানত কান্ট্রি মিউজিশিয়ানরা অংশ নেয়, ‘ওয়ার্ডস’ গানটি ছিল ডলি পার্টনের সঙ্গে, ব্র্যান্ডি কার্লাইল গেয়েছেন ‘রান টু মি’, শেরিল ক্রোর সঙ্গে ‘হাউ ক্যান আই মেন্ড এ ব্রোকেন হার্ট, রাইভাল সন্স সদস্য জে বুকানন মিরেন্ডা ল্যাম্বর্টের সঙ্গে অংশ নিয়েছেন ‘জাইভ টকিন’ এবং ‘টু লাব সামবডি’ গান দুটিতে। ব্যারি গিবের ‘গ্রিন ফিল্ডস: দ্য গিব ব্রাদার্স সঙবুক, ভলিউম ওয়ান’ অ্যালবামে ১২টি নতুন গান স্থান পাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ