Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোহেলের একক অ্যালবাম আমার ভালোবাসার মাহিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নবাগত কণ্ঠশিল্পী সোহেলের গাওয়া ১০টি গান নিয়ে প্রকাশিত হয়েছে অ্যালবাম ‘আমার ভালোবাসার মাহিয়া’। সোহেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে অ্যালবামের গানগুলো প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় শিল্পী মনির খানের কন্ঠে অঞ্জনার গান শুনে সোহেলের শিল্পী হওয়ার বাসনা জাগে। সেই স্বপ্ন পূরণ করতে গানে তালিম নেন ওস্তাদ অর্জুন কুমার বিশ্বাসের কাছে। পরবর্তীতে প্রতীক হাসান, ন্যান্সি’সহ অনেক জনপ্রিয় শিল্পীদের চলচ্চিত্র ও অ্যালবামের গানে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। অ্যালবামের শিরোনাম করা প্রসঙ্গে সোহেল বলেন, মনির খান যেমন অঞ্জনা নামে এক রহস্যময় মেয়েকে নিয়ে গান গেয়েছেন, তেমনি তার এই গান শুনে আমারও তেমন গান গাইতে ইচ্ছা জাগে। তবে অঞ্জনা রহস্যময় হলেও আমার গানের মাহিয়া আমার পরিচিত। তাকে কল্পনা করেই অঞ্জনার মতো গান করার চেষ্টা করেছি। মাহিয়ার সঙ্গে এক ছেলের প্রেম-ভালবাসা এবং সবশেষে পারিবারিক বাধার কারণে বিচ্ছেদের বিষয় গানে গানে তুলে ধরেছি। বিরহী মনের না বলা কথা গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।
ছবিঃ সোহেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ