Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাটিতেই পা রাখছেন মাশরাফি

পার্টি নয়, রোজা রেখে উদযাপন

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ। প্রায় ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেই চমকে দিয়েছে মাশরাফির দল। এবারই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টে সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ। গত বিশ্বকাপের ফাইনালের দুই দলকে বিদায় করে পৌঁছেছে শেষ চারে। সেবারই প্রথম আইসিসির টুর্নামেন্টের শেষ আটে খেলেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবে সেটাই ছিল সেরা সাফল্য। এশিয়া কাপ ও এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। দেশের মাটিতে এশিয়ার দলের সঙ্গে খেলা আর বিরুদ্ধ কন্ডিশনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের মতো গ্রæপ থেকে শেষ চারে যাওয়া মোটেও এক নয়।
ইংল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে বেঁচে যায় বৃষ্টির জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিত্যক্ত হওয়া সেই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে টিকে থাকে মুশফিকুর রহিম-তামিম ইকবালদের দল। আর গত শুক্রবার বাঁচা-মরার ম্যাচে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহর ব্যাটিং বীরত্বে নিউজিল্যান্ডকে হারিয়ে বেঁচে থাকে শেষ চারের আশা। তবে স্বপ্নের সেমি-ফাইনালে ওঠাটা তাদের হাতে ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে জিতলে অস্ট্রেলিয়া যেত সেমি-ফাইনালে। পারেনি স্টিভেন স্মিথের দল। স্বাগতিকদের কাছে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে হেরেছে ৪০ রানে। গত বিশ্বকাপে যাদের বিদায় করে শেষ আট নিশ্চিত করেছিল বাংলাদেশ, এবার তাদের জয়েই নতুন উচ্চতায় গেল তারা।
এই সাফল্যে এখনও প্রসংশাবানে ভাসছে গোটা বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় টম মুডি টুইটারে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠায় হাথুরুসিংহে ও বিসিবি টাইগার্সদের অভিনন্দন। এই অর্জন নিরন্তর পরিশ্রমের ফল।’
আরেক অস্ট্রেলিয়ার ডিন জোন্স বলেন, ‘অবিশ্বাস্য এক জয় বাংলাদেশের। এতে কোন সন্দেহ নেই। সামনে সেমিফাইনাল।’
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিন টুইট করেছেন, ‘আইসিসি’র বড় টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ। এটা তাদের প্রাপ্য।’
নিউজিল্যান্ডকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। তবে নিউজিল্যান্ডেরই সাবেক পেসার ও বোলিং কোচ শেন বন্ড লিখেছেন, ‘সত্যিকারের ভাল খেলেই সেমিতে টাইগাররা। সেমিতে তাদের কাছ থেকে আরো ভাল কিছু আশা করছি।’ শ্রীলংকার আরেক সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান ও বর্তমান ধারভাষ্যকার রাসেল আরনল্ড লিখেছেন, ‘দুর্দান্ত এক জয়ের পর বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চেয়েছিলাম আমি।’
তবে এমন অর্জনের পরও মাটিতেই পা রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেমিফাইনালে ওঠাকে অনেক বড় অর্জন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘এই গ্রæপে আমরা এশিয়ার বাইরের দলগুলোর সাথে খেলেছি। তাই এবার সেমিতে খেলতে পারাটা অনেক বড় অর্জন বটে। তা একটি ম্যাচ জিতেই হোক।’ বাংলাদেশকে নিয়ে এখনই অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রিকেট দলের অগণিত ভক্তরা। কিন্তু অগণিত ভক্তদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘আমাদের এখনই চ্যাম্পিয়ন বানিয়ে দেবেন না। বাংলাদেশ দলে অহেতুক কোন চাপ তৈরি না হলেই ভাল হবে। ছেলেরা চাপমুক্ত খেলতে পারলে খুশী হবো। আশা করছি ভালো কিছু হবে।’
অধিনায়কের মনের কথা বুঝেই যেন দলের বাকি সদস্যরা উদযাপনে টেনেছেন রাশ। ড্রেসিং রুমে ‘আমরা করবো জয়’ পর্যন্তই সীমাবদ্ধ ছিল সেলিব্রেশন। বুনো উল্লাসের পরিবর্তে রোজা রেখে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেছেন ক্রিকেটাররা। এমন তথ্যই দিয়েছেন জাতীয় দলের কোচ চান্ডিকা হাতুরুসিংহে, ‘রমজান মাস চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার রাতে কোন পার্টি হয়নি। ছেলেরা সবাই রোজা রেখেছে।‘
আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা ওয়েন মর্গ্যানের দল ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রæপের সেরা দল। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার এজবাস্টনে দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে তারা। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ঐ ম্যাচকে ঘিরেও বাংলাদেশের জন্য থাকছে শুভ কামনা।



 

Show all comments
  • ফোরকান ১২ জুন, ২০১৭, ২:৩২ এএম says : 0
    কথায় এবং কাজে দু'টোতেই মাসরাফি বস।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ