Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে রিজভীর কথায় রাকিবের একক অ্যালবাম

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সংগীতাঙ্গনে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বিরের যাত্রা শুরু ২০০৭ সালে। সেই হিসেবে সংগীতাঙ্গনে এক দশক পার করেছেন তিনি। এই সময়ের মধ্যে তার সংগীত পরিচালনায় দুই শতাধিক গান প্রকাশিত হয়েছে। নিজের একক অ্যালবাম করেছেন ১০টি। এবার সংগীতাঙ্গনে নিজের এক দশকপূর্তি উপলক্ষে আসন্ন ঈদুল ফিতরে নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন রাকিব মোসাব্বির। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিতব্য এই অ্যালবামের নাম আমাকে জড়িয়ে রাখো। অ্যালবামের তিনটি গানের সবগুলোই লিখেছেন সাংবাদিক, গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভী। রাকিব মোসাব্বির বলেন, রিজভী ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ২০১২ সালে। এর পরের বছরের বৈশাখে আমার ৫ম একক অ্যালবাম সুখ পাখি-তে তার লেখা দুটি গান প্রকাশিত হয়। এরপর থেকে রিজভী ভাইয়ের গীতিকবিতায় অনেকগুলো গানের কাজ হয়েছে। তবে স¤পূর্ণ তার গীতিকবিতায় পুরো একটি অ্যালবাম করার ইচ্ছা থাকলেও এতদিন তা সম্ভব হয়নি। এবার সেই অপূর্ণ ইচ্ছাটাই স¤পন্ন হয়েছে। আসন্ন ঈদে প্রকাশিত হচ্ছে রিজভী ভাইয়ের গীতিকবিতায় আমার ১১তম একক অ্যালবাম আমাকে জড়িয়ে রাখো। এ অ্যালবামের তিনটি গান একটি থেকে অন্যটি ভিন্ন ধরণের। ফলে শ্রোতাদের কাছে অ্যালবামের গানগুলো উপভোগ্য হয়ে উঠবে বলে আশা করছি। রিজভী বলেন, সংগীতাঙ্গনে আমার অন্যতম পছন্দের একজন মিউজিশিয়ান রাকিব মোসাব্বির। এ কারণেই হয়তো আমার সবচেয়ে বেশি গানের কাজ হয়েছে রাকিবের সঙ্গেই। অনেকদিন ধরেই কেবল আমার গান নিয়েই রাকিব একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করবে বলে পরিকল্পনা করছিল। এবারের ঈদে সে পরিকল্পনারই বাস্তব রূপ পাওয়া যাবে আমাকে জড়িয়ে রাখো অ্যালবামের মাধ্যমে। রোমান্টিক, সফট ও মেলোডি তিনটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ