Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফবিআই পরিচালকের কাছে আনুগত্য চেয়েছিলেন ট্রাম্প

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে রীতিমতো ছুরিই চালালেন এফবিআইয়ের প্রাক্তন পরিচালক জেমস কোমি। তিনি বলেছেন, দায়িত্বে থাকাকালে তার কাছে ব্যক্তিগত আনুগত্য চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বাদ দেয়ার জন্যও তিনি চাপ প্রয়োগ করেছিলেন। গত বৃহস্পতিবার মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির সামনে কোমি যে বক্তব্য উপস্থাপন করেন তার কিছু অংশ গত বুধবার প্রকাশ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ফ্লিনের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না জনসম্মুখে এ ঘোষণা দেয়ার জন্য বারবার কোমিকে চাপ দিচ্ছিলেন ট্রাম্প। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম নৈশভোজের সময় যে আলাপ হয়েছিল তার বিবরণে কোমি লিখেছেন, প্রেসিডেন্ট তাকে বলেছেন আমার আনুগত্য প্রয়োজন, আমি আনুগত্য আশা করি। এর জবাবে  কোমি বলেছেন, আপনি সবসময় আমার কাছ থেকে আনুগত্য পাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তখন কোমিকে  বলেন, আমি এটাই চাই, সৎ আনুগত্য। এফবিআইয়ের প্রাক্তন পরিচালক লিখেছেন, তার সঙ্গে ট্রাম্পের পৃথকভাবে নয়বার আলাপচারিতা হয়েছে। এর মধ্যে তিনবার সরাসরি আর ছয়বার টেলিফোনে। অথচ সেই তুলনায় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার কথা হয়েছে গ্রেফ দুইবার, তাও সরাসরি। ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকের পরই তিনি আলোচনার নোট লিখে রাখতে শুরু করেন। এর আগে তিনি এ কাজটি করতেন না। কোমি লিখেছেন, রুশ কূটনীতিকের সঙ্গে আলোচনার অভিযোগ ওঠার পর বরখাস্ত হওয়া নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এ ব্যাপারে ট্রাম্প বলেছিলেন, আশা করি এ বিষয়টি বাদ দেওয়ার জন্য, ফ্লিনকে বাদ দিতে আপনি আপনার পথ পরিস্কার পেয়েছেন। সে ভাল মানুষ। আশা করি আপনি এটা বাদ দিতে পারবেন। কোমির প্রকাশিত এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন সিএনএনকে বলেছেন, কোমির সাক্ষ্যে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট নথির ব্যাপারে জানতেন, তাই তার এ সাক্ষ্য সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে। সিএনএন, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফবিআই

২ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ