Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে হত্যার হার বেড়েছে : এফবিআই

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত বছর হত্যার হার গত অর্ধশতাব্দীর তুলনায় বেড়েছে। সম্প্রতি ফেডারেল অপরাধ তথ্যে প্রকাশিত হয় এটি। ১৯৮০ থেকে ’৯০ এর দশকের পর মানুষ হত্যার হার নি¤œ পর্যায়ে ছিল। গত সোমবার বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুসারে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে হত্যার হার বেড়েছে ১০ দশমিক ৮ শতাংশ এবং সহিংস হামলার পরিমাণ বেড়েছে ৪ শতাংশ। বাল্টিমোর, ওয়াশিংটন, শিকাগো, সেন্ট লুই, মিলওয়াকি’র মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে রাস্তায় হামলার সংখ্যা বৃদ্ধির ফলে হত্যার হার বেড়ে গিয়েছে এবং এর বেশিরভাগ শিকারই হচ্ছে আফ্রো-আমেরিকান পুরুষরা। এফবিআই তাদের প্রতিবেদনে বলেছে, দেশের ১৫ হাজার ছয়শ ৯৬টি হত্যাকা-ের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ হত্যাকা-ে বন্দুক ব্যবহার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা এবং ক্রিমিনোলজিস্টরা জানিয়েছেন, দেশজুড়ে হত্যাকা- বৃদ্ধির পেছনে নির্দিষ্ট কোন ব্যাখ্যা নেই তবে অধিকাংশ হামলাতেই শেষ পর্যন্ত বন্দুক ব্যবহার করা হচ্ছে এবং অত্যন্ত লাভজনক অবৈধ হিরোইন ব্যবসা করতে যেয়ে হামলার ঘটনা ঘটছে। এফবিআই জানিয়েছে, গত ৩০ থেকে ৪০ বছর আগেও হত্যার এই হার এতো বেশি ছিল না। কোকেইন আটক অভিযানে গ্যাংগুলোর সাথে সংঘর্ষের ফলেও এই হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এফবিআই আরও জানায়, গত পাঁচ থেকে ১০ বছর আগেও সহিংস অপরাধের পরিমাণ কম ছিল, ২০১৫ সালে এর মাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯ শতাংশ। এফবিআই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লক্ষ সহিংস অপরাধ সংঘটিত হয়েছে। সহিংস অপরাধের পরিমাণ সবচেয়ে বেশি ছিল ১৯৯৬ সালে। সে বছর প্রায় ১৭ লক্ষ অপরাধ সংঘটিত হয়েছিল। তবে প্রতিবেদনে বলা হয়, এর বিপরীতে সম্পত্তি নিয়ে সংঘটিত অপরাধের পরিমাণ কমেছে ২ দশমিক ৭ শতাংশ। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে হত্যার হার বেড়েছে : এফবিআই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ