Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯০ মিনিটের দুর্দান্ত নাদাল

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মাত্র ৯০ মিনিটের লড়াই। দূর্দান্ত সার্ভ, ব্যাকহ্যান্ড আর ফোরহ্যান্ডে প্রতিপক্ষ কুপোকাত ৬-০, ৬-১, ৬-০ সেটে! র‌্যাংকিংয়ের ৬৩ নম্বর তারকার এপাশে যে র‌্যাকেট হাতে আছেন দীর্ঘ দিন পর স্বরুপে ফেরা রাফায়েল নাদাল। গ্র্যান্ড ¯øাম ইতিহাসে নিজের সবচেয়ে দূর্দান্ত ম্যাচটা জিতে চতুর্থ রাউন্ড যখন নিশ্চিত করলেন, ঠিক সেই সাথে ফ্রেঞ্চ ওপেনের ‘লা দেসিমা’ জয়ের পথেও গতকাল আরো এক ধাপ এগিয়ে গেলেন ক্লে কোর্টের রাজা। একই সাথে কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভাকে ৭-৫, ৬-২ সেটে হারিয়ে নারী এককের শেষ ১৬ নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মুগুরুজা।
এদিকে, আগের রাতে কষ্টের জয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই অ্যান্ডি মারে। ¯েøাভাকিয়ার মার্তিন ক্লিসানের বিপক্ষে প্রথম সেটে হারলেও শেষ পর্যন্ত ৬-৭, ৬-২, ৬-২, ৭-৬ গেমে জয় পান ব্রিটেনের এই খেলোয়াড়। তৃতীয় রাউন্ডে মারে মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর সঙ্গে।
দ্বিতীয় রাউন্ডে আরও জিতেছেন স্তানি¯øাস ভাভরিঙ্কা। ইউক্রেনের আলেক্সান্দার দোলহোপোলভকে ৬-৪, ৭-৬ ও ৭-৫ গেমে হারান তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের এই খেলোয়াড়। জাপানের কেই নিশিকোরিও তৃতীয় রাউন্ডে উঠেছেন।
নারী এককে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন আগ্নিয়েস্কা রাদভান্সকা। অবাছাই বেলজিয়ামের আলিসন ফন আটফনকে ৬-৭, ৬-২, ৬-৩ গেমে হারান তিনি।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাদাল

২২ ফেব্রুয়ারি, ২০২৩
৫ সেপ্টেম্বর, ২০২২
২৭ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ