Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকি মোকাবিলায় অগ্রবর্তী সব ঘাঁটি সক্রিয় করেছে পিএএফ

কাশ্মিরে জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  পাকিস্তান বিমানবাহিনী বা পিএএফ অগ্রবর্তী সব ঘাঁটিকে সক্রিয় এবং সামরিক অভিযান চালানোর উপযোগী করে তুলেছে। সম্ভাব্য ভারতীয় হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া, সিয়াচেনের ওপর দিয়ে পাকিস্তানের যুদ্ধবিমান উড়তে দেখা গেছে বলে খবর বের হয়েছে। অবশ্য, ভারতীয় সেনাবাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘনের কথা অস্বীকার করেছে। পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান তার বাহিনীকে প্রস্তুত অবস্থায় রাখার ঘোষণা দিয়েছেন। ভারতীয় বিমানবাহিনী বা আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া তার বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে স¤প্রতি একটি চিঠি লিখেছেন। এ পরিপ্রেক্ষিতে  পাকিস্তানের বিমানবাহিনী এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। আইএএফের প্রায় ১২ হাজার কর্মকর্তার কাছে লেখা ধানোয়ার চিঠিতে তাদেরকে বর্তমান পরিস্থিতিতে স্বল্প সময়ের নোটিশে অভিযানের জন্য তৈরি থাকার আহŸান জানানো হয়েছে। গত ৩০ মার্চ এ চিঠি লেখা হয়েছিল। ভারতীয় বিমানবাহিনীর ইতিহাসে এবারই প্রথম এয়ার মার্শালের পক্ষ থেকে আইএএফ কর্মকর্তাদের উদ্দেশে এ রকম চিঠি লেখা হয়েছে। অপর এক খবরে বলা হয়, ভারত জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর বিবৃতিতে দাবি করা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত গত বুধবার এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, এলওসি পরিদর্শনের সময়ে ভারত ও পাকিস্তান জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী বা ইউএনএমওজিআইপি’রে দুই সদস্যবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। খানজার সেক্টরে বিনা উস্কানিতে মারাত্মক ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালানো হয় বলে বিবৃতিতে দাবি করা করা হয়েছে। গাড়িতে নিয়ম অনুযায়ী ইউএনএমওজিআইপি নিল পতাকা ছিল উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ফিলিপাইনের মেজর ইমম্যানুয়েল এবং ক্রোয়েশিয়ার মেজর মাইক্রো ছিলেন। অবশ্য গুলি বর্ষণের ঘটনার সময়ে তারা গাড়িতে ছিলেন না বলে রক্ষা পেয়েছেন। ঘটনার পর জাতিসংঘের দুই সেনা কর্মকর্তা তাদের অবস্থানে ফিরে গেছেন। চলতি মাসের ১৭ তারিখে পাক সেনাবাহিনীর সদর দফতরে জাতিসংঘ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সে সময়ে তাদের কাছে ভারতের বিনা উসকাসিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকি

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ