Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তির ক্ষেত্রে হুমকি উ. কোরিয়া : ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এই ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স। পিয়ংইয়ং এরই মধ্যে এ সম্পর্কিত একটি আইন পাস করেছে। ওই নতুন আইনে বলা হয়েছে, দেশের আত্মরক্ষার জন্য উত্তর কোরিয়া আগেই পারমাণবিক হামলা চালাতে পারবে। এদিকে দেশটির এমন পদক্ষেপের সমালোচনা করে শুক্রবার ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি ‘আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ওই বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক পদক্ষেপকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে ফ্রান্স। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপ কার্যকরভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার সম্ভাবনাকে দূরে ঠেলে দেবে। কারণ দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক রাষ্ট্র হিসেবে তার দেশের মর্যাদা এখন ‘অপরিবর্তনীয়’। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো পিয়ংইয়ং। সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সিউলকে দায়ী করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি। পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন কিম জং উন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্তির ক্ষেত্রে হুমকি উ. কোরিয়া : ফ্রান্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ