Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্ণফুলী খালের মুখ বিট কর্মকর্তা বন মামলা করায় প্রাণে মারার হুমকি

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০১ পিএম

রাঙ্গামাটি কর্ণফুলী রেঞ্জ খালের মুখ বিট কর্মকর্তা মামলা করায় প্রাণে মারার হুমকির অভিযোগ করা হয়েছে।পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জের মুখ বিট কর্মকর্তা ফরেস্টার ফরিদ উদ্দিন তালুকদার কাপ্তাই থানায় লিখিত অভিযোগ করে। তিনি অভিযোগে জানান মো.ফয়সাল,রুবেল গংএরা মুখ বিটে সরকারী বনে অনুপ্রবেশ করে গাছ কর্তন ও চুরি করায় সম্প্রতি তাদের বিরুদ্ধে একটি বন মামলা করা হয়। বিট কর্মকর্তা গত ২১ফেব্রুয়ারি সন্ধ্যায় মাছ ক্রয় করার জন্য স্থানীয় নতুনবাজার গেলে উপরোক্ত অভিযোগ কারিরা তাকে মারার জন্য ঘিরে ধরে। এবং লাঠিসোটা নিয়ে দিয়ে তেড়ে আসে।তিনি ভয়ে চিৎকার করলে তার লোকজন তাকে রক্ষা করে বলে অভিযোগ করে। বিট কর্মকর্তা ফরিদ উদ্দিন তালুকদার জানান,তিনি উক্ত বিটের দায়িত্ন নেওয়ার পর সকল ধরনের গাছচোড় বন্ধ ও বন মামলা করায় চোরেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে হুমকি ও ভয়-ভীতি দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রিকরে। ডায়রি নং-৮৩৬তারিখ ২৩ফেব্রুয়ারি২৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকি

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ