Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন স্যাটেলাইট ধ্বংসের হুমকি রাশিয়ার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে সরাসরি সম্পৃক্তি হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বাণিজ্যিক উপগ্রহগুলোতে হামলা চালাবে রাশিয়া। এমন হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা। গত বৃহস্পতিবার এ হুমকি দেওয়া হয়। জানা গেছে, ১৯৫৭ সালে রাশিয়া স্পুটনিক-১ নামের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছিল। ১৯৬১ সালে প্রথম মানুষকে মহাকাশে পাঠিয়েছিল রাশিয়া। ২০২১ সালে নিজেদের একটি উপগ্রহ ধ্বংস করতে অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করেছিল দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র বিস্তার রোধ ও নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক কনস্ট্যান্টিন ভোরনসভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মহাকাশকে পশ্চিমা আধিপত্য প্রয়োগের স্থান হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্য পশ্চিমা উপগ্রহের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। জাতিসংঘের ফার্স্ট কমিটিকে ভোরনসভ বলেছেন, প্রতিশোধমূলক হামলার জন্য আধা-বেসামরিক অবকাঠামো বৈধ লক্ষ্য হতে পারে। ইউক্রেনকে সমর্থন করার জন্য পশ্চিমের এ ধরনের উপগ্রহের ব্যবহার উস্কানিমূলক। ইউএসনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন স্যাটেলাইট ধ্বংসের হুমকি রাশিয়ার!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ