Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ নিশ্চিত হলে আলোচনায় রাজি পিয়ংইয়ং

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলমান যুদ্ধাবস্থার মাঝেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত উত্তর কোরিয়া। তবে এজন্য যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং পিয়ংইয়ংয়ের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। গত শনিবার দেশটির সিনিয়র কূটনীতিক চোয়ে সোন হুই এমন মন্তব্য করেছেন। চোয়ে সোন হুই উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বরত। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিরোধ-সংক্রান্ত বিষয়গুলো তদারক করেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক ইস্যুতে আলোচক দলের প্রভাবশালী সদস্য হিসেবে ভূমিকা পালন করছেন। স¤প্রতি নরওয়ের রাজধানী অসলো থেকে দেশে ফেরার পথে চীনের রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার দেশের এ নমনীয় মনোভাবের কথা জানান। চোয়ে সোন হুই জানান, যথোপযুক্ত শর্ত নিশ্চিত করা হলে তার দেশ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার নতুন ও উদারপন্থী সরকারের সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনার কোনো কিছু জানাননি তিনি।  ইয়োনহাপ।



 

Show all comments
  • Hasib ১৫ মে, ২০১৭, ১:২৫ পিএম says : 0
    Discussion is the perfect solution
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিয়ংইয়ং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ