মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চলমান যুদ্ধাবস্থার মাঝেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত উত্তর কোরিয়া। তবে এজন্য যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং পিয়ংইয়ংয়ের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। গত শনিবার দেশটির সিনিয়র কূটনীতিক চোয়ে সোন হুই এমন মন্তব্য করেছেন। চোয়ে সোন হুই উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বরত। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিরোধ-সংক্রান্ত বিষয়গুলো তদারক করেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক ইস্যুতে আলোচক দলের প্রভাবশালী সদস্য হিসেবে ভূমিকা পালন করছেন। স¤প্রতি নরওয়ের রাজধানী অসলো থেকে দেশে ফেরার পথে চীনের রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার দেশের এ নমনীয় মনোভাবের কথা জানান। চোয়ে সোন হুই জানান, যথোপযুক্ত শর্ত নিশ্চিত করা হলে তার দেশ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার নতুন ও উদারপন্থী সরকারের সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনার কোনো কিছু জানাননি তিনি। ইয়োনহাপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।