মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঐতিহাসিক বৈঠকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা কোরীয় উপদ্বীপকে ‘পারমাণবিক অস্ত্র মুক্ত’ করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা ও অন্যান্য উপায়ে পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত রাখার কথা বলেছেন। গত শুক্রবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে বৈঠককে স্বাগত জানালেও পারমাণবিকীকরণ বন্ধে পিয়ংইয়ংয়ের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া ওয়াশিংটন পিছু হটবে না বলেও জানান তিনি। দুই কোরিয়ার শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় মে মাসের শেষে কিংবা জুনের শুরুতে ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তুতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট কোরীয় উপদ্বীপের পরিস্থিতির এ নাটকীয় পরিবর্তনের ক্ষেত্রে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপেরও কৃতিত্ব দেন বলে জানিয়েছে। কিমকে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি বাতিল করতে হবে মন্তব্য করে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আগের মার্কিন প্রশাসনগুলোকে পিয়ংইয়ং ‘বেহালার মতো বাজিয়ে’ নিজেদের কার্য উদ্ধার করেছিল বলেও অভিযোগ তার। পর্যবেক্ষকরা বলছেন, হাস্যেজ্জ্বল, করমর্দন আর ‘সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যতের’ প্রত্যাশা ব্যক্ত করে দুই কোরিয়ার শীর্ষ সম্মেলন শেষ হলেও পিয়ংইয়ং যে তার পারমাণবিক অস্ত্রাগার বন্ধ করবে এমন কোনো নিশ্চয়তা মেলেনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।