মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা স্থগিত করলেই দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র। খবরে বলা হয়, পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটের সম্ভাব্য সংলাপের ব্যাপারে নতুন এই শর্ত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেট্টিস। তিনি ওয়াশিংটনে এক সভায় বক্তব্যে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র কর্মসূচি ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে সংলাপের পথে অন্তরায় হয়ে আছে। অবশ্য বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া কেন তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রেখেছে মার্কিন সেনাবাহিনী তা জানার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য নতুন শর্ত দিলেন যখন মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস গত বৃহস্পতিবার বলেছিলেন, ‘সামরিক সমর্থনপুষ্ট কূটনীতি’র মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করতে হবে। তিনি টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা’র সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন। কোরীয় উপ্লীপে উত্তেজনা সৃষ্টির প্রধান হোতা আমেরিকা ও তার মিত্ররা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার আহŸান জানিয়ে আসছে। কিন্তু উত্তর কোরিয়া বলে এসেছে, দেশটির বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের হুমকি বন্ধ না হলে এসব সমরাস্ত্রের পরীক্ষাও বন্ধ করবে না পিয়ংইয়ং। উত্তর কোরিয়া মনে করছে, মার্কিন হুমকির মোকাবিলায় আত্মরক্ষার একমাত্র উপায় হচ্ছে নিজের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করা। দেশটি আমেরিকায় আগাম হামলা চালানোরও হুমকি দিয়ে রেখেছে। অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সংকট প্রশমনে দীর্ঘস্থায়ী প্রস্তাবনা পরিত্যাগ করার কথা অস্বীকার করেছে চীন। দেশটি এ নীতি পরিত্যাগে সম্মত হয়েছেÑ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছে চীন। পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনা প্রশমনে দীর্ঘদিন ধরে ‘দ্বৈত নীতি’র প্রচারণা চালিয়ে আসছে চীন, যাতে একদিকে কোরীয় দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বন্ধ ও অন্যদিকে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি স্থগিতের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু চীনা নেতা পরিকল্পনাটি পরিত্যাগ করেছে বলে গত বুধবার ইঙ্গিত দেন ট্রাম্প। পাঁচ দেশীয় এশিয়া সফর শেষে এ ধরনের আভাস দেন তিনি। এ সফরের অংশ হিসেবে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাত্ করেন তিনি। বুধবার ট্রাম্প বলেন, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে চীনের জন্য বড় হুমকি বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট শি এবং অতীতে একের পর এক ব্যর্থতার মুখ দেখা নানা কৌশলের মতো ‘স্থগিতের বদলে স্থগিত’ সমঝোতা গ্রহণ করবে না বলে তারা সম্মত হয়েছে। কিন্তু ট্রাম্পের এ বক্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং জানান, পারমাণবিক ইস্যু নিয়ে বেইজিং অটল ও সুস্পষ্ট অবস্থানেই রয়েছে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ‘স্থগিতের বদলে স্থগিত’ উদ্যোগটি সবচেয়ে বাস্তবসম্মত, কার্যকর, ন্যায়সম্মত ও যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে আমরা মনে করছি। এএফপি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।