Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বক্তব্য নিন্দনীয় উস্কানিমূলক : পিয়ংইয়ং

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে অভিহিত করে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির দাবি, ট্রাম্পের বক্তব্য মারাত্মক উস্কানিমূলক ও নিন্দনীয়। খবরে বলা হয়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের যে সিদ্ধান্ত নিয়েছে তা যে যথার্থ ছিল ট্রাম্পের বক্তব্য তার প্রমাণ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, সন্ত্রাসবাদের সঙ্গে দেশটির কোনো সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং-এর বিরুদ্ধে কী অভিযোগ আনল তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তারা পিয়ংইয়ংকে ধ্বংস করে ফেলতে চায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিয়ংইয়ং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ