Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দেবো : পিয়ংইয়ং

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকলে পরমাণু অস্ত্র নির্মূল প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দেয়া হবে। ট্রাম্প প্রশাসন সোমবার উত্তর কোরিয়ার তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তিন কর্মকর্তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ দেশটির সরকারের অবস্থান ঘোষণা করে জানিয়েছে, গত জুন মাসে সিঙ্গাপুরে দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা ধারাবাহিকভাবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন যা ওই বৈঠকের চেতনার পরিপন্থি। কেসিএনএ আরো বলেছে, মার্কিন সরকার গত ছয় মাসে অন্তত আটবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনসহ আরো যেসব অভিযোগের ভিত্তিতে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার প্রত্যেকটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে হঠাৎ করে মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হন কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। জুন মাসে কাঙ্ক্ষিত সে বৈঠক হলেও দু’দেশের মধ্যে প্রকৃত উত্তেজনা এখনো কমেনি। ওয়াশিংটন জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার শীর্ষ তিন কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করেছে। একটি প্রতিবেদনে ওই তিনজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনটি দেশটির সংসদে কংগ্রেসে জমা দেয়। ওই প্রতিবেদনের আলোকে যাদের ওপর অবরোধ আরোপ করা হয়েছে তারা হলেন- উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডানহাত চো রিয়ং-হে, নিরাপত্তা মন্ত্রী জং কিয়ং-থেক ও প্রোপাগান্ডা কর্মকর্তা পাক কিওয়াং-হো। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিয়ংইয়ং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ