Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ার সঙ্গে অবশ্যই সংলাপ হতে পারে : চীন

পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা জোরদার করবে জাতিসংঘ

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ জিইয়ি বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কর্মসূচি পরিচালনা করা সত্তে¡ও উত্তর কোরিয়ার সঙ্গে অবশ্যই সংলাপ হতে পারে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংলাপে না বসার কোনো কারণ নেই। লিউ জিইয়ি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে বসার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। পিয়ংইয়ং পরপর কয়েক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার অনুরোধ করে এ তিন দেশ। যুক্তরাষ্ট্র বলে আসছে, ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধ করলেই কেবল পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসা সম্ভব। মার্কিন এ নীতির বিপরীতে গিয়ে চীনা রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদে সংলাপের পক্ষে বক্তব্য দিলেন। তিনি বলেন, এর আগেও প্রমাণ হয়েছে যে, পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনা কমাতে সংলাপই সহায়তা করে। এ অবস্থায় আমরা উত্তরের সঙ্গে সংলাপে না বসার কোনো কারণ দেখছি না। অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানায়, এ সিদ্ধান্ত কার্যকর করতে সব দেশের ওপর চাপ প্রয়োগ করা হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্পষ্ট শর্তের মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা সত্তে¡ও রোববার মাঝারি পাল্লার পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করে দেশটি। সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সোমবার একটি জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ। সর্বসম্মত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ এ পরীক্ষার তীব্র নিন্দা জানায়। সেসঙ্গে জাতিসংঘ নিষেধাজ্ঞা কমিটিকে গত বছর গৃহীত কঠোর পদক্ষেপকে দ্বিগুণ করার নির্দেশ দেয় পরিষদ। নিরাপত্তা পরিষদ জানায়, উত্তর কোরিয়া এ ধরনের অস্থিতিশীল আচরণের ইতি না টানলে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর সিদ্ধান্তগ্রহণ করতে বাধ্য হবে। এদিকে জাতিসংঘের এ বিবৃতিতে সমর্থন প্রদান করেছে উত্তর কোরিয়ার মিত্র দেশ চীন। পার্সটুডে, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ