মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই অবিলম্বে উত্তর কোরিয়া পরিস্থিতি সামাল দেওয়াসহ সেখানে সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুন জায়ে-ইন। তার আমলে সিউলের উত্তর কোরিয়া নীতি আমূল বদলে যাবে বলেই ধারণা করা হচ্ছে। শপথের পর প্রথম ভাষণে মুন বলেছেন, সঠিক পরিস্থিতিতে তিনি উত্তর কোরিয়া সফরে যেতে ইচ্ছুক। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এবং অর্থনীতির বিষয়টিও তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনী ভাষণে মুন বলেছেন, কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যা কিছু করা সম্ভব তা তিনি করবেন। তিনি বলেন, দরকার পড়লে আমি এক্ষুণি ওয়াশিংটনে যাব। সঠিক পরিস্থিতিতে আমি বেইজিং এবং টোকিও এমনকি পিয়ংইয়ংয়েও যাব। পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট পার্ক জেয়ুন হাই-এর উত্তর কোরিয়া নীতির বিপরীত নীতিই নিতে চাইছেন মুন জায়ে-ইন। ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্ক ছিন্ন করেছিলেন পার্ক। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে স¤প্রতি বাকযুদ্ধ হয়েছে। পিয়ংইয়ংও কোনওকিছুর তোয়াক্কা না করে বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কোরিয়া উপদ্বীপে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মুনের নেতৃত্বের ওপর এখন নজর সবারই। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।