Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপার আরো কাছে চেলসি

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এবারের প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়টা একপেশে হয়ে গেছে অনেক আগেই। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালের মত দলগুলোর লড়াইটা কেবল শীর্ষ চারে থাকা নিয়ে। যা একটু প্রতিদ্ব›দ্বীর আভাস মিলছিল টটেনহামের কাছ থেকে। পরশু ওয়েস্ট হামের কাছে স্পাউসদের হার সেই দৌড়টা করে দিয়েছে আরো একপেশে। বাকি চার ম্যাচের দুটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে চেলসির।
সিটি কোচ কোচ পেপ গার্দিওলা এ নিয়ে ভাবছেন না। মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও সিটির শিরোপা স্বপ্ন শেষ হয়েছে অনেক আগে। এরপর গার্দিওলা তো বলেই দিয়েছেন, শীর্ষ চারে থাকতে পারাটাই তার দলের জন্য লিগ শিরোপা জয়ের সমান। টানা দুই ম্যাচ হোঁচট খাওয়ার পর গতকাল নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে গার্দিওলার সেই চাওয়া আরেকটু উজ্জ্বল হলো। লিভারপুলকে টপকে তিনে উঠে এসেছে তার দল। ৩৫ ম্যাচে দু’দলের পয়েন্টই সমান ৬৯, তবে গোল ব্যবধানে এগিয়ে সিটি। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার সম্ভবনাটাও উজ্জ্বল হল আকাশি-নীলদের।
কুঁচকির ইনজুরিতে ভোগা সার্জিও আগুয়েরোকে সাইডলাইনে রেখেই এদিন একাদশ সাজান গার্দিওলা। পাঁচ গোলের চারটিই আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে দলকে এগিয়ে নেন ডেভিড সিলভা। দ্বিতীয়ার্ধে একে একে স্কোরবোর্ডে নাম লেখান অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি (৪৯), তারই বেলজিয়ান জাতীয় দলের স্বতীর্থ কেভিনো ডি ব্রæইন (৫৯) , তরুণ ইংলিশ ফরোয়ার্ড রাইম স্টার্লিং (৮২) ও আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটোমেন্ডি (৯০+)।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির সিটির দায়ীত্ব নেয়ার পর এটাই গার্দিওলার সবচেয়ে বড় জয়। মাঠে এদিন গার্দিওলার শিষ্যদের দাপট ছিল চোখে পড়ার মত। ২৬টি আক্রমণ থেকে ক্রিস্টাল প্যালেসের গোল বরাবর মোট ১২টি শট নেন গ্যাব্রিয়েল জেসুসরা। স্যাম অ্যালেরডাইসের দলকেও অসহায়ভাবে পরে নিতে হয় টানা তৃতীয় পরাজয়ের মাল্য।
আগের দিন লন্ডন ডার্বিতে ওয়েস্ট হামের লন্ডন স্টেডিয়ামে টটেনহামের হারটা ছিল ১-০ গোলের। প্রথমার্ধে হ্যারি কেন ও এরিক ডিয়ারকে দুর্দান্তভাবে ফিরিয়ে দেন হ্যামার গোলকিপার আদ্রিয়ান। দ্বিতীয়র্ধে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানুয়েল লনজিনির একমাত্র গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ফলে ৩৫ ম্যাচ শেষে টটেনহামের পয়েন্ট ৭৭-ই রইল। ৩৪ ম্যাচে চেলসির সংগ্রহ ৮১ পয়েন্ট। বাকি চার ম্যাচের দুটিতে জিতলেই শিরোপার মুকুট মাথায় উঠবে অ্যান্তোনিও কোন্তের শিষ্যদের।
টটেনহামের এখন চাওয়া একটাইÑ বøুদের হার। কিন্তু চেলসির বাকি চার ম্যাচের তিনটিতেই আবার প্রতিপক্ষের অবস্থান টেবিলের নি¤œ সাতে। ১২ মে দিতে হবে তুলনামুলক কঠিন পরীক্ষা। আবার ঐদিনই তালিকার ৮ নম্বর দল ওয়েস্ট ব্রæমের বিপক্ষে জিতে লিগ জয়ের আনন্দ উদযাপনের সুযোগ থাকছে ওল্ড ট্রাফের্ডের দলটির সামনে। তার আগে অবনমন অঞ্চলের দল মিডিলসব্রোর বিপক্ষে আগামীকালের ম্যাচে জিততে হবে চেলচিকে।
ম্যান সিটি ৫ : ০ ক্রিস্টাল প্যালেস
ওয়েস্ট হাম ১ : ০ টটেনহাম
প্রিমিয়ার লিগের শীর্ষ ৬
দল ম্যাচ গোল ব্যবধান পয়েন্ট
চেলসি ৩৪ ৪৩ ৮১
টটেনহাম ৩৫ ৪৮ ৭৭
ম্যান সিটি ৩৫ ৩৩ ৬৯
লিভারপুল ৩৫ ২৯ ৬৯
ম্যান ইউ ৩৪ ২৬ ৬৫
আর্সেনাল ৩৩ ২২ ৬০



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপার

১৬ অক্টোবর, ২০২২
১৯ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ