Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শিরোপার দাবিদার টটেনহামও’

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টানা ১৪ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের রেকর্ডটা নিজেদের করে নেয়া হল না চেলসির। উল্টো টটেনহামের মাঠ থেকে বøুদের ফিরতে হয়েছে ২-০ গোলের হার নিয়ে। স্পাউর্সদের হয়ে দুই অর্ধে গোল দুটি করেন ইংলিশ মিডফিল্ডার দেলে আলী, দুটিই হেডারের মাধ্যমে। এই জয়ে আর্সেনালকে পাঁচ ও ম্যানচেস্টার সিটিকে চারে ঠেলে পয়ন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে মাউরিসিও পচেত্তিনিওর দল। প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ডের সাথে এখন আর্সেনালের সাথে যৌথভাবে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আন্তোনিও কোন্তের দলকে। ২০০১/০২ মৌসুমে এই রেকর্ড গড়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। ঘরের মাঠ হোয়াই হার্ট লেনে মৌসুমে অপরাজিত দলের বিপক্ষে কাজটা মোটেও সহজ ছিল না স্ট্যামফোর্ড ব্রিজের দলের। চার বছর আগে শেষবারের মত জিতেছিল তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপার

১৬ অক্টোবর, ২০২২
১৯ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ