Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতল দোলেশ্বর

উড়ছে প্রাইম ব্যাংক * এসেই রিফাতউল্লাহ’র সেঞ্চুরি * আল আমিনের ৫ উইকেট

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এক এক করে বড় বাধা পেরুচ্ছে প্রাইম ব্যাংক। গতকাল বিগ বাজেটের দল লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দিয়েছে তারা ৬৬ রানে। পেশোয়ার থেকে উড়িয়ে আনা চল্লিশোর্ধ রিফাতউল্লাহ এসেই করেছেন বাজিমাত। তার ১২৫ বলে ১০ চার ৬ ছক্কায় ১২৮ রানের ইনিংসে ভর করে ২৮৪/৬ স্কোরকে বড় জয়ে রুপ দিয়েছে প্রাইম ব্যাংক পেস বোলার আল আমিন (৫/৪৯)। তার প্রথম স্পেলের (৪-০-২১-০) এবং নাহিদুলের ভয়ঙ্কর বোলিং তোপে ইনিংসের শুরুতেই ব্যাকফুটে নেমে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। স্কোরশিটে ১৩ রান উঠতে ৪ ব্যাটসম্যান হারিয়ে দিশেহারা রূপগঞ্জ ষষ্ঠ জুটিতে নাইম-মোশারফ রুবেলের ৬৬ এবং সপ্তম জুটিতে নাইম-শরীফের ৬৪ রানে ম্যাচে ফেরার চেস্টা করেও শেষ পর্যন্ত বিফল হয়েছে রূপগঞ্জ। মাত্র ৫ রানের জন্য লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি থেকে বঞ্চিত হন রূপগঞ্জ টপ অর্ডার নাইম ইসলাম (১২৭ বলে ৭ চার ১ ছক্কায় ৯৫)। সøগে রূপগঞ্জের লড়াইয়ে শেষ পেরেকটা দিয়েছেন পেস বোলার আল আমিন শেষ স্পেলে (২-০-৭-৩)। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটা তার তৃতীয় ৫ উইকেটের ইনিংস। প্রাইম ব্যাংকের এটি উপর্যুপরি পঞ্চম জয়, লিজেন্ডসের দ্বিতীয় হার।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এদিন হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া করেছে কলাবাগান ক্রীড়া চক্র। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে অফ স্পিনার সনজিত সাহার ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪/২৮) প্রাইম দোলেশ্বরকে ২০২/৯ এ আটকে ফেলে কলাবাগান ক্রীড়া চক্রকে জয়ের কাছাকাছি পৌছে দিয়েছিলেন টপ অর্ডার তাসামুল (১২৬ বলে ৬ চার ২ ছক্কায় ৮৯ রান)। হাতে ৭ উইকেট থাকায় শেষ ৬০ বলে ৪২ রানের টার্গেট মামুলি বলেই ধরে নিয়েছিল কলাবাগান ক্রীড়া চক্রের ড্রেসিং রুম। তবে ৪১তম ওভারের প্রথম বলে বাঁ-হাতি স্পিনার আরাফা সানির পাতা ফাঁদে তাসামুল পা দিয়েই দলকে ফেলে দিয়েছেন বিপদে। তার সেঞ্চুরি হাতছাড়া করার কস্টটা বিরূপ প্রভাব ফেলেছে দলের উপর। ৩৯ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। শেষ ওভারে জয়ের জন্য দরকার মাত্র ৪ রান। ৫০তম ওভারের প্রথম বলে ফরহাদ রেজাকে নাবিল সামাদ ২ রান নিয়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। শেষ ৫ বলে দলের প্রয়োজন যখন ২ রান, তখন সিঙ্গলের দৌড় দিয়ে রান আউটে সাঙ্গ হলো লড়াই। ১ রানে হেরে গেল কলাবাগান ক্রীড়া চক্র। শ্বাসরুদ্ধকর সমাপ্তির এই ম্যাচে ১ রানে জিতে সুপার লিগে ওঠার লড়াইয়ে ফিরল গতবারের রানার্স আপ দলটি (৫ ম্যাচে ৩য় জয়)। অন্যদিকে পঞ্চম ম্যাচে চতুর্থ হারে কলাবাগানকে পড়তে হলো কঠিন পরিস্থিতির মুখে।

স ং ক্ষি প্ত স্কো র
আবাহনী-গাজী গ্রুপ
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ২৮২/৯ (৫০.০ ওভার), এনামুল বিজয় ৯৭, মুমিনুল ২৩, পারভেজ রসুল ৯১, নাদিফ চৌধুরী ৪১, সফিউদ্দিন ৩/৫৬, কাজী অনিক ৩/৫৮, মানান শর্মা ২/৫৬, আফিফ ১/২২।
আবাহনী লিমিটেড : ২৫৭/১০ (৪৮.১ ওভার), লিটন ৪২, মিঠুন ২১, আফিফ ৭৬*, সাইফউদ্দিন ২৬, আবু হায়দার রনি ২/৩৭, আলাউদ্দিন বাবু ৩/৪৫, মেহেদী হাসান ১/৫৩, হোসেন আলী ২/৩৮, নাইম জুনিয়র ১/২৬, পারভেজ রসুল ১/৪৬। ফল : গাজী গ্রæপ ২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : পারভেজ রসুল (গাজী গ্রæপ)।

প্রাইম ব্যাংক-লিজেন্ডস অব রূপগঞ্জ
প্রাইম ব্যাংক : ২৮৪/৬ (৫০.০ ওভার), মেহেদী মারুফ ১৭, রিফাতউল্লাহ মোহাম্মদ ১২৮, জাকির ২৬, আল আমিন ২২, আসিফ ৪৭, সালমান ৩৩*, আসিফ রাতুল ৩৩*, শরীফ ৩/৪২, সৈয়দ রাসেল ১/৬০, মুরাদ খান ১/৪৯।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ২১৮/১০ (৪৯.২ ওভার), নাইম ৯৫, ইয়াসির আলী ২০, মোশারফ রুবেল ৪২, শরীফ ৩৪, আল আমিন ৫/৪৯, নাহিদুল ২/৩৭, নাজমুল ২/৩৫, রিফাতউল্লাহ ১/২৬।
ফল : প্রাইম ব্যাংক ৬৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রিফাতউল্লাহ মোহাম্মদ (প্রাইম ব্যাংক)।
প্রাইম দোলেশ্বর-কলাবাগান ক্রীড়া চক্র
প্রাইম দোলেশ্বর : ২০২/৯ (৫০.০ ওভার), ইমতিয়াজ তান্না ১১, শাহরিয়ার নাফিস ৩৯, পুনিত বিথ ২৩, মার্শাল আইয়ুব ৩১, জাকের আলী ৩৮*, সনজিত সাহা ৪/২৮, আশরাফুল ২/৩৪, নাহিদ ১/৩০, মোক্তার আলী ১/৩৫, নাবিল সামাদ ১/৪২।
কলাবাগান ক্রীড়া চক্র : ২০১/১০(৪৯.২ ওভার), মেহরাব জুনি. ২৯, তাসামুল ৮৯, তাষার ইমরান ১৭, ফরহাদ রেজা ৩/৩২, শরীফুল্লাহ ৩/৩৬, আরাফাত সানি ২/৩৯।
ফল : প্রাইম দোলেশ্বর ১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : নাহিদ হাসান (কলাবাগান ক্রীড়াচক্র)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইকেট

১৬ জানুয়ারি, ২০২২
১৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ