নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের ২ সদস্য। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি অভিজ্ঞ শরিফুল ইসলাম, যার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ টেনে আনছে যুব বিশ্বকাপের স্মৃতি। ২০২০ সালে বাংলাদেশকে অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো শরিফুল টি-টোয়েন্টি বিশ্বকাপের দরজায় দাড়িয়ে গণমাধ্যমকে বলেন, ‘২ বছর আগে যুব বিশ্বকাপ খেলেছি। তার আগে অন্যরকম অনুভ‚তি ছিল। এখানেও একই অনুভ‚তি। ভালোলাগা কাজ করছে।’
স্বল্পভাষী শরিফুল ঠিক যেন মুস্তাফিজুর রহমানের মত। কাটার মাস্টারকে অনুসরণও করেন সবসময়। মুস্তাফিজ একদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন, অন্যদিকে পরামর্শ দিচ্ছেন অনুজ শরিফুলকে। শরিফুল জানালেন, ‘মুস্তাফিজ ভাইয়ের সাথে প্রতিদিনই কথা হয়। সবসময় অনেক ইতিবাচক কথা বলেন।’
নিজের অভিষেক বিশ্বকাপে শরিফুলের আহামরি বড় কোনো লক্ষ্য নেই। প্রথম রাউন্ড পার হতে পারলে সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘২’ এ। এই গ্রুপে আছে সাবেক চ্যাম্পিয়ন ভারত। ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পেলে শরিফুল আউট করতে চান বিরাট কোহলিকে, ‘ভারতের সাথে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে। আমি আগে কখনও ওখানে খেলিনি। ওখানকার আবহাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ্ তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
এর আগে খেলা হয়েছে ওয়ানডে বিশ্বকাপ, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই তরুণ পেস বোলিং অলরাউন্ডার বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনা স্থির করলেও তা খোলাসা করতে নারাজ। পরিকল্পনামাফিক প্রস্তুতি আর কঠোর পরিশ্রমের কারণে আগে থেকেই খ্যাতি আছে সাইফউদ্দিনের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেও তার প্রস্তুতি ও চেষ্টার কোনো কমতি নেই। সাইফউদ্দিন জানালেন, দলকে ভালো কিছু দেওয়ার ইচ্ছা ছাড়া বাকি পরিকল্পনাগুলো কেবল নিজের মাঝেই রাখতে চান, ‘পরিকল্পনা অবশ্যই আছে। প্রত্যেক খেলোয়াড়ই পরিকল্পনা নিয়ে এত বড় মঞ্চে যায়। আমারও আছে। তবে আমি এটা প্রকাশ করতে চাই না। কিন্তু অবশ্যই পরিকল্পনা আছে। এখন পরিকল্পনা একটাই- ভালো করার চেষ্টা করব, দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’
জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয় বিশ্বকাপ যাত্রার অপেক্ষায় থাকা সাইফউদ্দিনকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। জয়ের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপেও দল ভালো করবে, আশাবাদী তিনি, ‘টি-টোয়েন্টিতে আমরা হ্যাটট্রিক সিরিজ জিতেছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের আত্মবিশ্বাস আছে। ভালোর তো শেষ নেই।’ বিশ্বকাপের ভেন্যুর উইকেট বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে ধারণা তার। তবে আছে মানিয়ে নেওয়ার আত্মবিশ্বাসও, ‘আরব আমিরাতের উইকেট কিছুটা চ্যালেঞ্জিং হবে। এই উইকেটেই আইপিএলের ম্যাচ হচ্ছে। হয়ত ওরকম স্পোর্টিং না-ও থাকতে পারে। আমরা আশাবাদী। ওমানে ১০ দিন স্কিল ক্যাম্প করব, যতটা সম্ভব কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।