Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজুরে উদ্বিগ্ন নন মাশরাফি

বর্তমানের বোলিং স্বাভাবিক, আগের বোলিং অস্বাভাবিক

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : যেভাবে শুরু হয়েছিল মুস্তাফিজুরের ক্যারিয়ার, কাটার মাস্টারকে নিয়ে বিশ্বব্যপী গবেষণা আইসিসি’র বর্ষসেরা উদীয়মানের পুরস্কারে ভ‚ষিত এই বাঁ হাতি পেস বোলার এখন আর ততোটা আতঙ্ক ছড়াতে পারছেন না। ওয়ানডে অভিষেকে ভারতকে ছিন্ন ভিন্ন করে, উপর্যুপরি ২ ম্যাচে ৫ উইকেট,৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেটে বিস্ময় ছড়ানো বোলারের ক্যারিয়ারের প্রথম বছর কি দারুণই না কেটেছে। অথচ ২০১৫ সালে ৯ ওয়ানডে ম্যাচে ২৬ উইকেটে আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে মনোনীত মুস্তাফিজুরকে পরবর্তী ২ বছরে সেভাবে যায়নি দেখা। সর্বশেষ ৫ ওয়ানডে ম্যাচে ১০ উইকেট পেলেও গড়টা আগের মতো বিস্ময়কর নয়। টি-২০ বিশ্বকাপে ৩ ম্যাচে ৯ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে আসর সেরা বোলিংয়ে (৫/২২) টি-২০ বিশ্বকাপ সেরা দলে মনোনীত মুস্তাফিজকে এখন যাচ্ছে না সেভাবে চেনা।
এ বছর ৪ ইনিংসে ৫ উইকেটে আগের রূপে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। পি সারা ওভালে এক স্পেলে শ্রীলংকাকে ম্যাচ থেকে ছিটকে ফেলে নিজের আসল চেহারায় আবির্ভূত হয়েছেন ঠিকই, কিন্তু ওয়ানডে ও টি-২০তে সেই চেনা মুস্তাফিজুরকে যে যাচ্ছে না দেখা ! ক্যারিয়ারের প্রথম বর্ষে যে ছেলেটির বোলিং গড় টেস্টে ১৪.৫০, ওয়ানডেতে ১২.৩০,টি-২০তে ১৮.৬৬, সেখানে এ বছর সেই গড় বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২৭.৫০,২৩.৫০ও১৯.২০ !
আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের প্রথম শিরোপা জয়ে অবদান রেখে ( ১৭ উইকেট) গত আসরে আইপিএল সেরা উদীয়মানের পুরস্কারে ভ‚ষিত হয়ে কি হৈ চৈ ই না ফেলে দিয়েছিলেন এই কাটার যাদুকর। এ বছর সেই মুস্তাফিজই কি না সানরাইজার্স হায়দারাবাদে ব্রাত্য। আইপিএল সেরা ডেলিভারিতে আন্দ্রে রাসেলকে ভুপাতিত করায় তাকে নিয়ে যে গবেষনা, সেই মুস্তাফিজুরকে এবার আর দেখা যায়নি আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ বলে উইকেটহীন ৩৪ রান খরচ করেন, ওভারপ্রতি ১২.৭৫ রান দেয়ায় উল্টো সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট নিয়েছে তার উপর থেকে মুখ ফিরিয়ে !
গত বছর ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে খেলতে যেয়ে বড় ধরনের চোট পেয়ে কাঁধে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগছে মুস্তাফিজুরের। এমনটাই মনে করছেন মাশরাফি ‘মুস্তাফিজের জন্য বড় সমস্যা তৈরি করেছে তার চোট। তিন-চার মাস হল চোট থেকে সেরে উঠেছে। ওর বয়সও মাত্র ২১। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য পরিস্থিতি খুব কঠিন এখন।’
ক্যারিয়ারের শুরুতে বিস্ময়ের ঝাঁপি খুলে এখন ভয়ংকর হতে পারছেন না মুস্তাফিজ, তা খুব স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বরং ক্যরিয়ারের শুরুতে মুস্তাফিজুরের পারফরম্যান্সকে অস্বাভাবিক,বর্তমানের পারফরমেন্সকে স্বাভাবিক মনে করছেন মাশরাফি ‘এই মুহূর্তে যা হচ্ছে সেটাই স্বাভাবিক। এর আগে ও যা করতে পেয়েছে তা বরং অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসে ৪-৫ ম্যাচে ৩০ উইকেট পেয়ে যাওয়া (হবে ৯ ওয়ানডেতে ২৭ উইকেট) - এটা অবিশ্বাস্য একটি ব্যাপার। এখন ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। কারন প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক তারা বের করছে। ইতোমধ্যে ওকে ভালভাবে রিডিং করেছে ব্যাটসম্যারা।’
মুস্তাফিজুরের উপর থেকে প্রত্যাশার চাপ কমিয়ে তাকে চাপমুক্ত পরিবেশে খেলার সুযোগ দেয়ার কথা ভাবছেন মাশরাফি ‘ যদি মুস্তাফিজুরকে চাপে রাখি তাহলে ওর জন্য আরও কঠিন হবে। এরই মধ্যে সে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওকে যদি আমরা ফুরফুরে রাখতে পারি, তা আমাদের জন্য মঙ্গল। ওর প্রতি আমাদের যে প্রত্যাশা ,তা না করে বাস্তবতা ভাবলে আমার মনে হয়, ও আমাদের জন্য আগামী ১০ বছরের জন্য আমাদের দারুণ সম্পদ হবে।’

বাংলাদেশের যুক্তরাজ্য সফরসূচী
সাসেক্স ক্যাম্প ও আয়ারল্যান্ড সফর
১ মে নরফোকের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ অরুনডেল
৫ মে সাসেক্সের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ হোভ
ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ-আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড)
১২ মে আয়ারল্যান্ড-বাংলাদেশ মালাহাইড, ডাবলিন
১৭ মে নিউজিল্যান্ড-বাংলাদেশ ক্লোনটার্ফ, ডাবলিন
১৯ মে আয়ারল্যান্ড-বাংলাদেশ মালাহাইড, ডাবলিন
২৪ মে নিউজিল্যান্ড-বাংলাদেশ ক্লোনটার্ফ, ডাবলিন
চ্যাম্পিয়ন্স ট্রফি
২৭ মে ১ম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান এজবাস্টন
৩০ মে ২য় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ-ভারত সারে, ওভাল
১ জুন ১ম ম্যাচ বাংলাদেশ-ইংল্যান্ড সারে, ওভাল
৫ জুন ২য় ম্যাচ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সারে, ওভাল
৯ জুন ৩য় ম্যাচ বাংলাদেশ-নিউজিল্যান্ড কার্ডিফ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ