Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফয়সাল রাব্বিকীনের কথায় নতুন অ্যালবাম তোমারই ভালোবাসায়

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এক অ্যালবামে গান গাইলেন চলতি সময়ের চার জনপ্রিয় সংগীতশিল্পী। তারা হলেন শফিক তুহিন, পূজা, কাজী শুভ ও মোহনা। ‘তোমারই ভালোবাসায়’ শীর্ষক একটি ইপি অ্যালবামে গেয়েছেন তারা। এটি আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ হবে মাই সাউন্ডের ব্যানারে। এ অ্যালবামে শফিক তুহিন ও পূজা গেয়েছেন একটি করে একক গান। আর কাজী শুভ ও মোহনার কন্ঠে থাকছে একটি দ্বৈত গান। ফয়সাল রাব্বিকীনের কথায় এ গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন সাদ শাহ। রোমান্টিক গান দিয়েই সাজানো হয়েছে এ অ্যালবামটি। এ বিষয়ে শফিক তুহিন বলেন, আমি যে গানটি করেছি সেটি গতানুগতিক ধারার বাইরের সুর-সংগীতের। আমার গাইতে বেশ লেগেছে। পূজা বলেন, অনেক সুন্দর কথা ও সুরের একটি গান গেয়েছি এ অ্যালবামে। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের। অ্যালবামটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, আমি অন্যের সুরে খুব কম গেয়েছি। এর মধ্যে এটি একটি। গানটি ভালো লাগবে সবার। মোহনা বলেন, এ অ্যালবামে যে গানটি গেয়েছি সেটি বানিজ্যিক ঘরানার। একটি ভিডিও তৈরি করা হয়েছে। খুব শিগগিরই সেটি প্রকাশ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ