বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় চালককে গলাকেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে অজ্ঞত দূর্বত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার লাঙ্গলজোড়া সিঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, নিহত যুবকের নাম মিরাশ উদ্দিন (২৫)। তাঁর বাড়ি উপজেলার ঘোষগাঁও গ্রামের কলোনীপাড়া এলাকায়। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবীকা নির্বাহ করত। তাঁর ১৮ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
মিরাশ উদ্দিনের বাবা নূর মোহাম্মদ জানান, মিরাশ মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করত। শুক্রবার সন্ধায় সে ঘোঁষগাও থেকে তিনজন আরোহী নিয়ে ধোবাউড়া আসার সময় লাঙ্গলজোড়া চৌরাস্তার মাঝপথে ফাঁকা জায়গায় আরোহীরা তার ছেলে মিরাশকে খুন করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে।
ধোবাউড়া থানার ওসি শওকত আলম বিপিএম জানান, যাত্রী নিয়ে মিরাশ ঘোষগাঁও থেকে ধোবাউড়া যাচ্ছিলেন। পথে যাত্রীরা তাঁর গলাকেটে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। ওসি আরো জানান, এ ঘটনায় নিহত মিরাশের বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, দ্রæত প্রকৃত খুনিদের গ্রেফতারে পুলিশী অভিযান শুরু হয়েছে।
ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।