Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবককে নির্মম নির্যাতন জড়িত চেয়ারম্যানের বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে মুখোমুখি অবস্থানে শরণখোলা আওয়ামী লীগের দু’গ্রুপ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শরণখোলা উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় আলোচিত ইউপি চেয়ারম্যানের সামাজিক বিচারের নামে যুবকের পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় উপজেলা আওয়ামীল লীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। ঘটনার সমর্থন ও প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই পক্ষ।
ওই ঘটনায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান মহিউদ্দিনের বিরুদ্ধে দায়েকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগের একপক্ষ (কামাল গ্রুপ) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে শরণখোলা প্রেসক্লাব চত্বরে সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামালউদ্দিন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তাফা মধু, জালাল আহমেদ রুমি, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান স্বপন ও হাসান মীর। বক্তারা ঘটনাটি ষড়যন্ত্রমূলক দাবি করে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অপারদিকে, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে ওই বর্বরতম ঘটনার নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আওয়ামী লীগের অপরপক্ষ (এমপি মোজাম্মেল গ্রæপ) নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করে। এদিন বিকেলে রায়েন্দা বাজারের শের-এ বাংলা সড়কে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরামুল কবীর কিচলু, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নান্টু, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ