Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বীকার করলেন জিদানও

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় জিনেদিন জিদানকে, বললেন, ‘(রেফারির) সিদ্ধান্ত ভুল না সঠিক এর সাথে আমি জড়িত নই।’
তবে প্রশ্ন তো আর থেমে থাকে না। ফরাসি কোচ বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে, কেউ হয়তো বলবে ভিদালের দ্বিতীয়টি হলুদ কার্ড পাওয়ারমতো ছিল না, আবার কেউ হয়ত বলবে ছিল।’ আর অতিরিক্ত সময়ে রোনালদোর গোল? এমন প্রশ্নে ৪৪ বছর বয়সী বলন, ‘ক্রিশ্চিয়ানোর গোল হয়ত অফসাউড হতে পারে কিন্তু এর কিছুই তো পরিবর্তন করা যাবে না।’
জয়ী দলের কোচের উত্তর যদি এমন হয় তাহলে পরাজিত দলে কি অবস্থা? বাজে রেফারিংয়ের প্রশ্নে কার্লো আনচেলত্তি অবশ্য বিতর্কের মধ্যে যাননি, ‘আমি শুধু বলব যে রেফারির জন্য একটা বাজে দিন গেছে। আমি রেফারিকে ‘ভালো’ বলেছি।’ তাতে সাবেক শিষ্য জিদানকে অভিনন্দন জানাতে ভোলেননি সাবেক রিয়াল কোচ, ‘নয়্যারসহ দলের প্রত্যেকেই ভালো ভেলেছে। মাদ্রিদে ৯০ মিনিটের লড়াইয়ে জেতা এমনিতেই কঠিন, এরপর আবার দশ জনের দল। মাদ্রিদ এগিয়ে যাক এবং জিজুর জন্য শুভকামনা।’
তবে তার শিষ্যরা ধৈর্যের বাঁধ রাখতে পারলেন কই। ম্যাচ শেষে আরিয়েন রোবেন তো বলেই ফেললেন, ‘বায়ার্ন ডাকাতির শিকার। আমি মনে করি, এটা দুঃখজনক। এছাড়া ম্যাচটি অসাধারণ ছিল।’ বায়ার্নের নেদারল্যান্ডস উইঙ্গার বলেন, ‘আমি রেফারিদের নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু আপনাকে সব সময় নিজের দিকে আর নিজের করা ভুলগুলোর দিকে নজর দিতে হবে। এটা ভুল ছিল না। অনেকগুলো ভুল ছিল।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারির কড়া সমালোচনা করেছেন ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরিও, ‘এক বছরের কঠোর পরিশ্রম, ধন্যবাদ রেফারি, সাবাস।’ ম্যাচ শেষে পুলিশের সাথে সংঘর্ষেও জড়িয়ে পড়ে বায়ার্ন সমর্থকরা।
তবে সবার সমালোচনা ছাড়িয়ে গেছে জেরার্ড পিকের এক টুইটে। বার্সা ডিফেন্ডার অবশ্য কিছুই বলেননি, শুধু নিজের পেজে লিখেছেন তিনটি ডট (...) তাতেই মাত্র ছয় ঘণ্টায় রিটুইট পড়েছে এক লাখ ২৬ হাজারেও বেশি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বীকার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ