Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহির মা হওয়া নিয়ে গুঞ্জণ এবং অস্বীকার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে নিজের ব্যক্তিগত বিষয়সহ নানা বিষয়ে বরাবরই সরব থাকেন। ব্যক্তিগত বিষয়াদি নিয়মিত শেয়ার করেন। সাম্প্রতিক সময়ে ওমরাহ হজ পালন এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদের সঙ্গে তার ফোনালাপ নিয়েও সরব ছিলেন। এবার তার একান্ত ব্যক্তিগত বিষয় শেয়ার করেছেন, যা থেকে তার মা হওয়ার বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়। গত বছর তিনি বিয়ে করেছেন রাকিব সরকার নামে এক ব্যবসায়ীকে। তাকে নিয়ে ওমরাহ হজও পালন করে এসেছেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। গত ২ জানুয়ারি পোস্ট করা এসব ছবির চেয়েও নেটিজেনদের নজরে বেশি এসেছে মাহির ক্যাপশন। তিনি লিখেছেন, এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার। এর পরপরই ফেসবুকে নতুন এক স্ট্যাটাস দেন। লিখেছেন, এখনো আমি সেই ¯পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো। এই স্ট্যাটাসের পরপরই সবার মনে প্রশ্ন জাগে, তাহলে কি মাহি মা হতে যাচ্ছেন? তবে এ বিষয়ে মাহি এখন পর্যন্ত মুখ খুলেননি। বিষয়টি রহস্যের মধ্যেই রেখে দিয়েছেন। এদিকে মা হওয়ার বিষয় নিয়ে মাহি বলেছেন, গুঞ্জনটি সত্য নয়। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে বাসায় ফিরেছি, ভালো আছি আমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহির মা হওয়া নিয়ে গুঞ্জণ এবং অস্বীকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ