Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লি দাঙ্গায় লোক পাঠানোর স্বীকারোক্তি বিজেপি নেতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দিল্লি দাঙ্গায় লোক পাঠানোর কথা স্বীকার করলেন লোনির বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর। শুরু বিতর্ক। রোববার বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে এক বিরাট হিন্দু সভার আয়োজন হয় দিল্লির অদূরে। সেখানে যোগ দিয়েছিলেন লোনির প্রভাবশালী বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর। দিল্লি দাঙ্গা ছাড়াও মুসলিমদের নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। সভাটি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। তবে কারো নামে এফআইআর করা হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিনের সভার মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। এদিনের সভায় নন্দ কিশোর বলেছেন, ‘আমরা কাউকে মারি না। কিন্তু আমাদের মারলে আমরা ছেড়ে কথা বলি না। দিল্লিতে সিএএ নিয়ে দাঙ্গা হয়েছিল। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল। তখন আপনাদের ঢুকিয়ে দিয়েছিলাম। তখন আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে, আমি আড়াই লাখ লোক নিয়ে দিল্লিতে ঢুকেছি। আমি তো বোঝানোর জন্য নিয়ে গেছিলাম।’ এরপরই নন্দ কিশোর বলেন, পুলিশ তার ওপর মামলা দায়ের করে। কিন্তু তা সত্ত্বেও তিনি জেহাদিদের মারবেন। সারা জীবন মারবেন। নন্দ কিশোরের এহেন বক্তব্যে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, তাহলে কি নন্দ কিশোর স্বীকার করে নিচ্ছেন যে, তিনি দিল্লি দাঙ্গায় হাজির ছিলেন এবং সহিংসতায় উৎসাহ দিয়েছেন? বহু মানুষ নন্দের বক্তব্য টুইট করে প্রশ্ন তোলেন। ওই একই সভায় মুসলিমদের সরাসরি বয়কটের ডাক দিয়েছিলেন বিজেপি সাংসদ প্রবেশ বর্মা। তিনি মুসলিমদের নাম না করে বলেছেন, তাদের দোকান থেকে জিনিস কেনা বন্ধ করতে হবে। তাদেরকে কোনোরকম কাজ দেওয়া যাবে না। ভারতীয় সংবিধান অনুযায়ী এমন কথা বলা কেবল নীতিবিরুদ্ধ নয়, শাস্তিযোগ্য অপরাধ। কীভাবে প্রকাশ্য সভায় প্রবেশ বর্মা এমন কথা বললেন, তা নিয়ে নানা মহলে অভিযোগ উঠেছে। সহোদরার ডিসিপি আর সাথিয়াসুন্দরম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘১৮৮ ধারা অনুযায়ী আমরা মামলা দায়ের করেছি। সংগঠকরা পুলিশের অনুমতি না নিয়েই এই সভার আয়োজন করেছিল।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লি দাঙ্গায় লোক পাঠানোর স্বীকারোক্তি বিজেপি নেতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ