মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের পার্লামেন্টে চীনা গুপ্তচরের অনুপ্রবেশ ঘটেছে বলে গোয়েন্দা সংস্থা এম-আই-ফাইভ এর সতর্কবার্তা জারির পর ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে চীন। ব্রিটিশ নিরাপত্তা বিভাগ বলছে, ক্রিস্টাইন চিংকুই লি নামের ওই নারী গুপ্তচর চীনের কমিউনিস্ট পার্টির হয়ে যুক্তরাজ্যের বর্তমান কয়েকজন এমপি’র সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছিলেন। বিবিসি জানায়, ওই সময় চিংকুই লি লেবার পার্টির এক এমপিসহ অন্যান্য ব্রিটিশ রাজনীতিবিদদেরকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস এমআইফাইভ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, তারা যুক্তরাজ্যের চীনা কমিউনিটির বিরুদ্ধে কালিমা লেপন এবং ভয়ভীতি প্রদর্শন করছে। দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে একজন মুখপাত্র বলেছেন, “চীন সবসময় অন্য কোনও দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল থেকেছে।” “আমরা কখনও কোনও বিদেশি পার্লামেন্টে প্রভাব খাটাতে চাইনি আর সেটি আমাদের করার প্রয়োজনও নেই। আমরা যুক্তরাজ্যে চীনা কমিউনিটির বিরুদ্ধে কালিমা লেপন এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কূটকৌশলের তীব্র বিরোধিতা করছি।” চিংকুই লিয়ের দাবি, যুক্তরাজ্যের চীনাদের প্রতিনিধিত্ব করা এবং বৈচিত্র্য বাড়ানোর জন্যই পার্লামেন্টের এমপি’দের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।