প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর নতুন গান প্রকাশিত হয়েছে। এর শিরোনাম কলমের কালি। বাসুর সুর ও সংগীত পরিচালনায় তৈরি হয়েছে এটি। গানটি লিখেছেন জনি হক। সুবীর নন্দী বলেন, এই গানে চমৎকার একটা বক্তব্য আছে। সেটা চিরন্তন। আর বাসুর সুর-সংগীত তো বরাবরই প্রশংসনীয়। তিনি খুব বুঝেশুনে কাজ করেন। শ্রোতারা কলমের কালি গানটি শুনে তৃপ্তি পেলে আমার গান সার্থক হবে। গানটি কলমের কালি নামের মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছে। জনি হক জানান, পেন্সিল দিয়ে কিছু লিখলে ভুল হলে রাবার দিয়ে তা মুছে নতুনভাবে লেখা যায়। কিন্তু কলমের কালি দিয়ে কিছু লেখা হলে তা মোছা যায় না। জীবনের ভুলগুলো যদি কলমের কালি না হয়ে পেন্সিলে লেখা হতো তাহলে সেসব মুছে নতুনভাবে শুরু করা যেত। এই বক্তব্যই রয়েছে গানটিতে। বাসু বলেন, সুবীরদা আমাদের সবার প্রিয় শিল্পী। তিনি গানটি গেয়েছেন, এজন্য আমরা খুশি। তার অনেক জনপ্রিয় ও কালজয়ী গানের মতোই এটি শ্রোতাদের মনে অনেকদিন টিকে থাকবে আশা করছি। কলমের কালি অ্যালবামে গান রয়েছে মোট চারটি। অন্য তিনটি গেয়েছেন মিঠু আহমেদ, বিন্দিয়া ও ইউসুফ। এগুলো লিখেছেন আমিনা নাজনীন ডানা, ভ‚ঁইয়া শফিকুল ইসলাম, ডা. অমল কুমার বর্মণ। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে এসেছে কলমের কালি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।