Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

দীর্ঘদিন পর ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিচ্ছা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৫ এএম

করোনার কারণে দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে আসছে ঢাকা পদাতিকের আলোচিত নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’। খুলনার আঞ্চলিক ভাষার নাটকটিতে উঠে এসেছে অসংখ্য লোকউপাদান। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অসংখ্য লোককবি ভাটিয়ালী সুরে যে ভাব, রস আমাদের মনে গ্রথিত করেছে, তা এই নাটকের মূল উপাদান হিসেবে কাজ করেছে। খুলনা জেলার আঞ্চলিক ভাষার হাস্যরসাত্মক নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় আছেন কাজী চপল। শেকড়ের নাটক, আবহমান বাংলার আটপৌরে প্রযোজনা ঢাকা পদাতিকের লোকনাটক পাইচো চোরের কিচ্ছা মঞ্চস্থ হবে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। লোকজ এ নাটকটি দেশীয় ঢঙে গল্পের ভঙ্গিতে মঞ্চে উপস্থাপন করছেন কুশীলবগণ। যার মাধ্যমে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকাণ্ড। জীবনের এক গভীর রহস্য লুকিয়ে আছে নাটকের কাহিনীতে। গানের মাধ্যমে নাটকের মূল বক্তব্য প্রকাশ করা হয়েছে বলেও জানান নির্দেশক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘদিন পর ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিচ্ছা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ