Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা পূর্ণিমা। জাজ মাল্টিমিডিয়ার নির্মাণাধীন দহন সিনেমার মাধ্যমে তিনি ফিরছেন। উল্লেখ করা প্রয়োজন পূর্ণিমা সিনেমাটির যে চরিত্রের মাধ্যমে ফিরছেন তাতে অভিনয় করার কথা ছিল টিভি অভিনেত্রী বাঁধনের। শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে বাঁধন সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন। অবষ্য এ ব্যাপারে পূর্ণিমা ব্যাখ্যা দেন এভাবে, প্রাথমিকভাবে সিনেমাটিতে কাজের ব্যাপারে কথা হয়েছে। এখনও চুক্তিবদ্ধ হইনি। তবে দহন-এ প্রথমে আমারই কাজ করার কথা ছিল। আমি এর গল্প আগে থেকেই জানি। গল্পটা রাফি (পরিচালক রায়হান রাফি) আমাকে অনেক আগেই শুনিয়েছিল। প্রথমে কাজটির প্রস্তাব আমি পেয়েছিলাম, আমি না করার পরেই বাঁধনকে নেয়া হয়। কোনো কারণে এখন বাঁধন কাজটি আর করছে না। ফলে ঘুরেফিরে আবারও আমার কাছেই এসেছে। তিনি জানান, সিনেমায় তাকে সাংবাদিক চরিত্রে দেখা যাবে। এতে তার নায়ক হিসেবে থাকছেন সিয়াম।



 

Show all comments
  • ২৬ মে, ২০১৮, ৭:৩২ এএম says : 0
    Ami apnake khub pochondo kori apu.siamer sathe apnake naika coritte manayna.apnar amon ovinoy dekhte caina.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘদিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ