Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন পড়শী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩১ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী মাঝে মাঝে অভিনয় করেন। নাটকের পাশাপাশি একটি সিনেমায়ও অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে মেন্টাল নামে একটি সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘদিন পর আবারো অভিনয় করেছেন পড়শী। এবারের একটি ঈদের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মারিয়া ওয়ান পিস’। নাটকে তার বিপরীতে দেখা যাবে কলকাতার ঋষি কৌশিককে।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। ঈদে আরটিভির অনুষ্ঠানমালায় প্রচার হবে এই নাটকটি। সাজিন আহমেদ বাবু বলেন, পড়শী গানের শিল্পী হলেও পেশাদার অভিনেত্রীর মতো অভিনয় করেছেন। পুরো নাটকে তিনি ঋষি কৌশিকের মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। নাটকে আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কাসহ অনেকে। এদিকে এর আগেও কলকাতার ঋষি কৌশিককে বাংলাদেশের নাটকে অভিনয় করতে দেখা গেছে। সাফা কবিরের সঙ্গে চিলেকোঠার ভালোবাসা, অপূর্ব-সাবিলা নূরের সঙ্গে ফিজিকস কেমিস্ট্রি ম্যাথ, তাসনিয়া ফারিণের সঙ্গে এই মন তোমারই নাটকে অভিনয় করেছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন পড়শী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ