নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে ৩৩৯ জন কৃতী ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে থাকছে অর্থ পুরস্কারও। আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজন করা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানের। সংবর্ধনা শেষে থাকছে নৈশভোজ। গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত দেশের খেলাধুলায় বিশেষ অবদান রেখেছেন যারা তাদের জন্যই থাকছে এই সংবর্ধনা ও অর্থ পুরস্কার। এই সময়ের মধ্যে বিভিন্ন ডিসিপ্লিনে যেসব ক্রীড়াবিদ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী সম্মানিত করছেন। সংবর্ধনার পাশাপাশি খেলোয়াড়রা কী পরিমাণ অর্থ পুরস্কার পাবেন? এ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হারুনুর রশিদ বলেন, ‘অর্থ পুরস্কারের ক্ষেত্রে সবাই একই পরিমাণ টাকা পাবেন। প্রধানমন্ত্রী ৩৩৯ জনের প্রত্যেককেই এক লাখ টাকা করে চেক দেবেন।’ তিনি যোগ করেন, ‘প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে আরো ভালো করতে উৎসাহ জোগাবে।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া জানান, এই অনুষ্ঠানে বিসিবি ঘোষিত পুরস্কারও দেয়া হবে। গেল ক’মাসে বিসিবি বিভিন্ন খেলায় সাফল্য অর্জন করা দলের জন্য পুরস্কার ও ক’টি ফেডারেশনের জন্য অনুদান ঘোষণা করেছিল। তা আজ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে পুরস্কার বিতরণের অপেক্ষায়ই ছিল বিসিবি। লোকমান হোসেন বলেন, ‘অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল এএফসি চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মেয়েদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা হিসেবে নারী অনূর্ধ্ব-১৬ দলকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী বিসিবি বাংলাদেশ হকি ফেডারেশনকে ও সুইমিং ফেডারেশনকে এক কোটি টাকা করে আর্থিক অনুদান দেবে।’
এছাড়া বিসিবি পুরস্কৃত করছে সম্প্রতি শ্রীলঙ্কা সফর করা বাংলাদেশ ক্রিকেট দলকেও। শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ড্র করেছে বাংলাদেশ। তাই টেস্ট ও ওয়ানডে দলকেও দেয়া হচ্ছে এক কোটি টাকা করে অর্থ পুরস্কার। শুধু তাই নয়, এ অনুষ্ঠানেই গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্ত ও শুটার শাকিল আহমেদকে ফ্ল্যাটের চাবি প্রদান করবেন প্রধানমন্ত্রী। এসএ গেমসে স্বর্ণ জয়ের পর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন এই তিনজনকে ফ্ল্যাট উপহার দেয়া হবে। সেই উপহারই আজ পাচ্ছেন শিলা-সিমান্ত-শাকিলরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।