Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেশি ম্যাচেও আপত্তি বিসিবির!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

আইসিসির কাছে এত দিন বিসিবি বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ চেয়ে এসেছে। কিন্তু নতুন ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সেটি বদলে যেতে পারে। আগামী চার বছরের এফটিপিতে বাংলাদেশ দলের ম্যাচসংখ্যায় ভারসাম্য আনতে চেয়েছে বিসিবি। তবে বাংলাদেশের ম্যাচসংখ্যা যেন আগের তুলনায় বেশি কমে না যায়, সেটিও বিসিবি মাথায় রাখছে। আবার একই সঙ্গে অতিরিক্ত ম্যাচও খেলতে চাচ্ছে না বাংলাদেশ। বিসিবির এক সূত্র বলেছে, ‘আমাদের এখন চাওয়া ব্যালেন্স নম্বর অব ম্যাচ খেলা। আগে আমাদের চাওয়া ছিল, যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যায়। এখন বোর্ড সেখান থেকে সরে এসেছে।’
নতুন এফটিপিতে অন্যান্য দলের মতো বিসিবিও ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার মতো বড় দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ নিশ্চিত করার চেষ্টা করেছে। নতুন চক্রে বাংলাদেশ দলের ভারত ও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা। এর বাইরে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচের সংখ্যাও বাড়তে যাচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে যেন লম্বা বিরতি দিয়ে টেস্ট খেলতে না হয়, সেটি নিশ্চিত করেছে বিসিবি। তবে আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা থেকে বিসিবির বড় অর্জন বিপিএলের জন্য নির্দিষ্ট সময় নিশ্চিত করতে পারা। এ ব্যাপারে এক বিসিবি কর্মকর্তা বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। কারণ, আগামী চার বছর প্রায় একই সময় বিপিএল আয়োজন করতে পারব। আর এই সময় আমাদের কোনো বড় সিরিজও থাকছে না। যদি বড় কোনো দল এই সময় খেলতে চাইত, তাহলে সমস্যা হতো।’
কদিন আগে বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান আগামী তিন বিপিএলের সময়সূচিও জানিয়ে দিয়েছেন। সব ঠিক থাকলে ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের বছর ৬ জানুয়ারি শুরু হয়ে বিপিএলের দশম আসর চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৫ সালের বিপিএল হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
তবে নতুন এফটিপিতে কী আছে, সেটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে আইসিসির বার্ষিক সাধারণ সভার পর। ইংল্যান্ডের বার্মিংহামে ২৫ ও ২৬ জুলাই আইসিসির সভায় নতুন এফটিপি অনুমোদন পাওয়ার কথা। বিসিবি সভাপতি নাজমুল হাসান এর মধ্যেই সে সভায় অংশ নিতে ইংল্যান্ডে গেছেন। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীরও তাতে যোগ দেওয়ার কথা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, ‘এবারের সভায় যে বিষয়গুলো এসেছে, তার বেশির ভাগই আমরা আগে আলোচনা করেছি। এগুলোর সিদ্ধান্ত আগেই হয়ে আছে। ইতিমধ্যে আপনারা কিছু তথ্য পেয়েছেন বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে। কিন্তু মূল বিষয় হলো এই সভার আলোচ্যসূচিতে এফটিপি আছে, ইভেন্ট অ্যালোকেশন আছে। রুটিন বিষয়গুলোই মূলত আসছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেশি ম্যাচেও আপত্তি বিসিবির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ