Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

তাসকিনকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ৪:৫১ পিএম

দক্ষিণ আফ্রিকায় অসাধারণ পারফরম্যান্স করায় হঠাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে তাসকিনকে নেওয়ার প্রাস্তাব করে। কিন্তু জাতীয় দলের এই পেসারকে আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (সোমবার) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

দুপুরে রাজধানীর বনানীতে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার বিষয়ে জালাল ইউনুস আরও বলেন, ‘ যে লখনউ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’

এছাড়া জালাল ইউনুস আরও বলেন,‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোন কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে। এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।’

তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে। ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের। আইপিএলের এই দল থেকে আরও বলা হয়েছে যে, তাসকিনকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আজকের (সোমবার) মধ্যেই তাদের জানানোর জন্য বলা হয়।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২১ মার্চ, ২০২২, ৮:৫১ পিএম says : 0
    আইপিএল বিশ্ব ক্রিকেটের শক্তিশালী টুনামেন্ট পৃথিবীর সব গুরুত্বপূর্ণ খেলোয়াদের মনের আশা প্রত‍্যাশা আইপিএল খেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের নিয়ে কি মন্তব্য করবো এরা কজন পেশাদারিত্ব মেনে চলেন। যেখানেই আইপিএল খেলার চার্স পাওয়া কষ্টের বিরাট যোগ্যতার সেখানেই তাসকিনের বিরুদ্ধে এই বিরুদ্ধে মোটেও যুক্তিগ্রাহ্য নয়। অর্থনৈতিক স্বপ্ন আইপিএলে খেলার সম্মান অবশ্যই আলাদা। বাংলাদেশের এই সিদ্ধান্ত ক্রিকেট অনুরাগীরা কষ্ট পাবেন। পাপন চাচার যাহাই বলেন আইন। এদের শক্তি দক্ষতা ক্ষমতার মাঝেই খেলোয়ার গুলো বিড়ালের মত। বাংলাদেশের ক্রিকেট বোর্ড আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ একজন ক্রিকেটারের স্বপ্ন বিশ্বাস আশা প্রত‍্যাশার উপর তার অর্থনৈতিক সম্মানের উপর বাজে চিন্তা করবেন না। সংখ্যা গরিষ্ঠ মানুষের মতাদর্শের বিনোদন কে সম্মান করুন। ক্রিকেটের মিনি বিশ্ব কাপে তাসকিন কে ছেড়ে দিন। ধন্যবাদ পাবেন সম্মান পাবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ