Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনুষ্ঠানিক বিদায় পাচ্ছেন আফ্রিদিরা

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শহীদ আফ্রিদির অবসর নিয়ে কম নাটক হয়নি। চেয়েছিলেন ভক্তদের সামনে মাঠ থেকেই আনুষ্ঠিানিকভাবে দীর্ঘ ক্যারিয়ারকে বিদায় জানাতে। নিজের এই ইচ্ছার কথা বোর্ডকেও জানিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। কিন্তু হবে হবে করেও তা হয়নি। আনুষ্ঠানিকতা ছাড়াই তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হয়েছে আফ্রিদিকে। এবার শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে ‘আনুষ্ঠানিক’ বিদায় জানানো হবে আফ্রিদিকে।
পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে লাহোরে এ ব্যাপারে নাকি কথাও হয়েছে আফ্রিদির। সাবেক পাক অধিনায়কের সাথে কথা বলার বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন শেঠি, ‘আমাদের একমাত্র হিরো তো লালা (আফ্রিদির ডাকনাম)। এইমাত্র আমাদের কথা হলো। আমরা একটা সময় নির্ধারণ করেছি। আমরা আবারো বসব এবং দারুণ একটা বিদায় নিয়ে পরস্পর কথা বলব।’ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শুভেচ্ছা দুত হওয়ায় আফ্রিদিকে অভিনন্দনও জানান শেঠি।
উল্লেখ্য বিদায় সংবর্ধনা দেয়া হবে মিসবাহ-উল-হক ও ইউনিস খানকেও। তবে সেটা একই অনুষ্ঠানের মাধ্যমে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনুষ্ঠানিক

২৩ সেপ্টেম্বর, ২০১৮
১০ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ