Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরব-লাবণ্যর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পারিবারিক আয়োজনের মধ্যদিয়েই শেষ হলো আর জে, উপস্থাপক, অভিনেতা নীরব খান ও অভিনেত্রী লাবণ্য লি’র বিয়ের আনুষ্ঠানিকতা। গত শুক্রবার রাতে ধানমন্ডির একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নীরব বলেন, ‘সবকিছু বেশ ভালোভাবেই শেষ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারি।’ লাবণ্য বলেন, ‘নতুন জীবনে পা রাখলাম। সবার কাছে দোয়া চাই যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারি।’ মিডিয়াতে কাজ করতে এসে প্রায় দেড় বছর আগে নীরব ও লাবণ্য লি’র মধ্যে পরিচয় এবং সেই পরিচয়ের সূত্র ধরে ভালোলাগা, ভালোবাসা। নীরব খান বর্তমানে ‘সিটি এফএম ৯৬’-এর হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত। পাশাপাশি আর জে হিসেবেও কাজ করছেন। বাংলাভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। পাশাপাশি তারেক মাহমুদের নির্দেশনায় তিনি ‘চটপটি’ সিনেমাতেও অভিনয় করছেন। লাবণ্য লি ও নীরব খান দু’জনেরই গ্রামের বাড়ি রাজবাড়ী। লাবণ্য লি সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘জগতি’ ‘মানুষ’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন। রয়েল খানের নির্দেশনায় তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘গেইম রিটার্নস’ সিনেমাতে। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক নীরব। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। লাবণ্য লি প্রথম অভিনয় করেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘কবুলীয়তনামা’ ধারাবাহিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীরব-লাবণ্যর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ