Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় স্ত্রীর অভিযোগে জঙ্গি সন্দেহে স্বামী আটক

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় স্ত্রীর অভিযোগে জঙ্গি সন্দেহে র‌্যাবের হাতে স্বামী আটক হয়েছে। উপজেলার উত্তর বাইশারী কুসুম কুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগে তার স্বামী শাহজাহান খানকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সন্দেহ করায় আটক করেছে র‌্যাব। গত রোববার দুপুরে বরিশাল মহানগরীর লুৎফর রহমান সড়কে ভাড়াটিয়া বাসা থেকে বরিশাল র‌্যাব-৮’র ডিএডি ইসমাইল করিমের নেতৃত্বে তাকে আটক করে জিঙ্গাসাবাদ ও তদন্তে জঙ্গি সম্পৃক্ততার কোন প্রমাণ না পাওয়ায় গভীর রাতে বানারীপাড়া থানায় সোর্পদ করা হয়। গত সোমবার বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামের শাহজাহান খানের স্ত্রী ও দক্ষিণ বাইশারী কুসুম কুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী জাহান স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে এনিয়ে প্রশাসনে তোলপাড় শুরু হয়। ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টি তদন্তের জন্য ওসি (তদন্ত) মো. ফারুক খানকে দায়িত্ব দেন এবং ফেরদৌসী জাহানকে থানায় ডেকে এনে এ ব্যাপারে সাধারণ ডায়েরী করেন। এদিকে র‌্যাব-৮ শাহজাহান খানকে বরিশাল মহানগরীর লুৎফর রহমান সড়কে ভাড়াটিয়া বাসা থেকে আটক করার পরে জানতে পারেন জঙ্গি দলে নয় শাহজাহান খান তার পুরনো প্রেমিকা বাবুগঞ্জের মাধবপাশা হাই স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী বিষয়ের শিক্ষক বিধবা নারগিস সুলতানাকে নিয়ে ওই ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ